Thursday, November 6, 2025

পোলবায় লকেটের কর্মিসভা ঘিরে বিক্ষোভ বিজেপিরই, উত্তপ্ত এলাকা

Date:

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কর্মিসভা ঘিরে বিক্ষোভ বিজেপিরই। উত্তপ্ত হুগলির পোলবা থানার রাজহাট এলাকা। দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। গোষ্ঠীকোন্দলের ছাপ বোঝা গেলেও, নেত্রী বললেন, “এক পরিবারে থাকলে একটু মনোমালিন্য হয়, এর থেকে বেশি কিছু নয়। আমরা একই আছি। সবাই মিলে একসঙ্গেই কাজ করব।”

দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ তুলে সাংসদ লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। হুগলির রাজহাট এলাকায় এদিন কর্মিসভা ছিল। দলের জন সম্পর্ক অভিযান উপলক্ষে দিন কয়েক ধরে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন লকেট চ্যাটার্জি। এই কর্মসূচীতেই আজ হুগলির পোলবা থানার রাজহাট এলাকায় দলীয় কর্মী বৈঠকে আসেন সাংসদ। পোলবার একটি পার্কে যখন সাংসদ ওই কর্মীদের সঙ্গে বৈঠকে ছিলেন, ঠিক সেই সময় বাইরে জমায়েত হয় বিজেপির কর্মী-সমর্থকদের। তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের বক্তব্য দীর্ঘদিন ধরে সাংসদের এলাকায় দেখা নেই। সেই কবে ভোট মিটেছে তারপর তিনি আর আসেননি। এই নিয়েই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন লোকসভা ভোটের সময় আমরা দিদির হয়ে খেটেছি। কিন্তু সেই দিদিই আমাদের আজ চেনেনা।

এই কর্মী বৈঠকে আসার আগেই তিনি পোলবা থানার গোটু বাজারে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ঝাঁড়ু দিতে যান। সেখানেও এক মহিলা সাংসদকে কাছে পেয়ে সমস্যা নিয়ে কথা বলতে গেলে সাংসদের দেহরক্ষী ওই মহিলাকে সরিয়ে দেন। এই নিয়ে ওই মহিলা সাংসদের সামনেই ক্ষোভে ফেটে পরেন।

লকেট বলেন, “সবার সঙ্গে কথা বললাম, এক পরিবারে থাকলে একটু মনোমালিন্য হয়, ভুল বোঝাবুঝি হয়। কিছু হয়নি। আমরা সবাই একসঙ্গে কাজ করব। এখানে আবার আসব। সারাক্ষণ হুগলিতে ঘুরে বেরিয়েছি। দলের কর্মীরা ভালোভাবে জানে কীভাবে মানুষের সঙ্গে ঘুরছি।”

আরও পড়ুন-কাল শুভেন্দু গড়ে মমতার সভা! দিলীপ বললেন ‘লোক হবে না’

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version