Friday, August 22, 2025

পোলবায় লকেটের কর্মিসভা ঘিরে বিক্ষোভ বিজেপিরই, উত্তপ্ত এলাকা

Date:

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কর্মিসভা ঘিরে বিক্ষোভ বিজেপিরই। উত্তপ্ত হুগলির পোলবা থানার রাজহাট এলাকা। দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। গোষ্ঠীকোন্দলের ছাপ বোঝা গেলেও, নেত্রী বললেন, “এক পরিবারে থাকলে একটু মনোমালিন্য হয়, এর থেকে বেশি কিছু নয়। আমরা একই আছি। সবাই মিলে একসঙ্গেই কাজ করব।”

দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ তুলে সাংসদ লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। হুগলির রাজহাট এলাকায় এদিন কর্মিসভা ছিল। দলের জন সম্পর্ক অভিযান উপলক্ষে দিন কয়েক ধরে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন লকেট চ্যাটার্জি। এই কর্মসূচীতেই আজ হুগলির পোলবা থানার রাজহাট এলাকায় দলীয় কর্মী বৈঠকে আসেন সাংসদ। পোলবার একটি পার্কে যখন সাংসদ ওই কর্মীদের সঙ্গে বৈঠকে ছিলেন, ঠিক সেই সময় বাইরে জমায়েত হয় বিজেপির কর্মী-সমর্থকদের। তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের বক্তব্য দীর্ঘদিন ধরে সাংসদের এলাকায় দেখা নেই। সেই কবে ভোট মিটেছে তারপর তিনি আর আসেননি। এই নিয়েই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন লোকসভা ভোটের সময় আমরা দিদির হয়ে খেটেছি। কিন্তু সেই দিদিই আমাদের আজ চেনেনা।

এই কর্মী বৈঠকে আসার আগেই তিনি পোলবা থানার গোটু বাজারে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ঝাঁড়ু দিতে যান। সেখানেও এক মহিলা সাংসদকে কাছে পেয়ে সমস্যা নিয়ে কথা বলতে গেলে সাংসদের দেহরক্ষী ওই মহিলাকে সরিয়ে দেন। এই নিয়ে ওই মহিলা সাংসদের সামনেই ক্ষোভে ফেটে পরেন।

লকেট বলেন, “সবার সঙ্গে কথা বললাম, এক পরিবারে থাকলে একটু মনোমালিন্য হয়, ভুল বোঝাবুঝি হয়। কিছু হয়নি। আমরা সবাই একসঙ্গে কাজ করব। এখানে আবার আসব। সারাক্ষণ হুগলিতে ঘুরে বেরিয়েছি। দলের কর্মীরা ভালোভাবে জানে কীভাবে মানুষের সঙ্গে ঘুরছি।”

আরও পড়ুন-কাল শুভেন্দু গড়ে মমতার সভা! দিলীপ বললেন ‘লোক হবে না’

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version