Monday, November 10, 2025

কাল শুভেন্দু গড়ে মমতার সভা! দিলীপ বললেন ‘লোক হবে না’

Date:

একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলি। নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ডিসেম্বর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সদ্য মন্ত্রিত্ব ত্যাগ–করা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাটি পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। অনুমান করা হচ্ছে, এই সভা থেকে শুভেন্দুকে কেন্দ্র করে কোনও বার্তা দিতে পারেন মমতা।

এদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে, ‘‌বাংলাকে গুজরাট হতে দেব না’‌— এই স্লোগানকে সামনে রেখেই ৭ ডিসেম্বর থেকে প্রচারে নামতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। সভায় বিপুল পরিমাণ জনসমাগম সামাল দিতে প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে চূড়ান্ত ব্যস্ততা পুলিশ প্রশাসনের। ইতিমধ্যেই পদস্থ পুলিশ কর্তারা সভাস্থল ঘুরে দেখছেন। তৈরি করা হচ্ছে মঞ্চ। শুভেন্দু গড়ে মমতার এই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে ঠিক সেইসময় মুখ্যমন্ত্রীর এই সভাকে উদ্দেশ্য করে রবিবার কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:চমক! মোদির কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের দুই আসনই হাতছাড়া বিজেপির

রবিবার সকালে দীঘার সমুদ্র তটে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সমুদ্রতটে প্রাতঃভ্রমণ সারার পর চা-চক্রে উপস্থিত হন দিলীপ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয় নানা ইস্যুতে কথা বলেন তিনি। কথাপ্রসঙ্গে উঠে আসে সোমবার পশ্চিম মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার বিষয়। এ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘লোকজন হবে না মুখ্যমন্ত্রীর সভায়। সেরকম হলে আমরা লোক পাঠিয়ে সহযোগিতা করতে পারি।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version