Sunday, May 4, 2025

অনুপ্রবেশের নয়া ছক, অরুণাচলের কাছে তিনটি গ্রাম তৈরি করল চিন!

Date:

পূর্ব লাদাখ নিয়ে ভারতের সঙ্গে তীব্র টানাপোড়েন ও সংঘাতের মধ্যেই অনুপ্রবেশের নয়া ছক চিনের। পূর্ব ভারতের সীমান্তলগ্ন অরুণাচল প্রদেশের কাছে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চিন। সর্বভারতীয় টিভি চ্যানেল সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে। ভারতকে নতুন করে চাপে ফেলতেই চিনের এই আগ্রাসনের কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

খবরে বলা হয়েছে, বম লা পাস থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কমপক্ষে তিনটি গ্রাম তৈরি করেছে চিন। এই এলাকাটি অরুণাচল প্রদেশের মধ্যে এবং ভারত, চিন এবং ভুটানের ত্রি-সংযোগের কাছে অবস্থিত। পূর্ব ভারতের অরুণাচল প্রদেশকে নিয়ে দীর্ঘদিন ধরেই দখলদারির মনোভাব দেখাচ্ছে চিন। অরুণাচল সীমান্ত নিয়ে তারা প্রকাশ্য বিরোধিতা চালিয়ে আসছে। এর মধ্যে নতুন করে তিনটি গ্রাম গড়ে তোলার মাধ্যমে ওই অঞ্চলে চিন পাকাপোক্তভাবে নিজেদের দাবি ও অধিকার ফলাতে চায় বলে মনে করা হচ্ছে। তিনটি গ্রাম গঠন আসলে চিনের দখলদারির পরিকল্পনা কার্যকর করারই একটি অংশ।

আরও পড়ুন:অভিনেতা মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

এই বিষয়ে কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞ ব্রহ্ম চেল্লানি বলেন, চিন তার আঞ্চলিক দাবি জোরদার করতে পরিকল্পনা মাফিক এগোচ্ছে। এই কারণে চিনা প্রশাসন হ্যান চাইনিজ গোষ্ঠী এবং কমিউনিস্ট পার্টির তিব্বতি সদস্যদের ভারতীয় সীমান্তে ব্যবহার করছে। এই অংশের মানুষকে ব্যবহার করে চিন ভারত ভূখন্ডের সীমান্ত এলাকার সঙ্গে ভাষা ও সাংস্কৃতিক সমন্বয়ের মাধ্যমে প্রকৃতপক্ষে নিজেদের দখলদারির নীতি কায়েম করতে চায়। ব্রহ্ম চেল্লানি বলেন, এর আগে দক্ষিণ চিন সাগরে যেমন জেলেদের ব্যবহার করেছিল শি জিনপিংয়ের দেশ, একইভাবে অরুণাচলের ক্ষেত্রে হ্যান চিনা ও তিব্বতিদের ব্যবহার করতে চায়। এর আগে ভুটানের দুই কিলোমিটার ভিতরে গোপনে চিন গ্রাম তৈরি করেছে বলে খবর এসেছিল। এবারে অনুপ্রবেশ খোদ ভারতের অরুণাচলে। এই ঘটনায় সরকারি স্তরে দুদেশের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, এখন তারই অপেক্ষা।

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version