Monday, August 25, 2025

‘পথ মসৃণ নয় কাঁটা বিছানো, তবু বামপন্থাই বিকল্প!’ ঘরে ফিরেই স্বমহিমায় সুশান্ত

Date:

মাঝে কেটে গিয়েছে ৯ বছর। কঙ্কাল কাণ্ডে জেল যাত্রার পর শীর্ষ আদালতের অনুমতি পেয়ে রবিবার ঘরে ফিরেছেন সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তাকে অভ্যর্থনা জানাতে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল লাল পতাকায়। গড়বেতায় নিজের মাটিতে দাঁড়িয়ে এদিন ফের স্বমহিমায় ফিরলেন সিপিআইএমের এই দাপুটে নেতা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তুলে ধরলেন তার বিরুদ্ধে শাসকদলের ষড়যন্ত্রের কথা। পাশাপাশি নব উদ্যমে ফের ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন সুশান্ত।

রবিবার গড়বেতায় সিপিআইএমের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত বলেন, ‘আমাদের পথ মসৃণ নয় কাঁটা বিছানো। এই পথেই হাঁটতে হবে। বামপন্থার আদর্শে বিশ্বাস করব আর জেলে যাব না, মামলা হবে না এমনটা কি হয়? বামপন্থার শত শত বছরে এমন কোনও ইতিহাস আছে কি?’ এরপরই তিনি বলেন, ‘যারা অপরাধ করেছিলেন তারাই আজ শাসকদলে। জানি রাজনীতি করলে জেলে যেতে হয়। কিন্তু মানুষের ভালোবাসা আমার পথের পাথেয়। শেষ পর্যন্ত লড়ে যাব। গোটা জঙ্গলমহলের মানুষ আজ তৃণমূলকে প্রত্যাখ্যান করার জন্য তৈরি হচ্ছি। একটাই শক্তি তা হল লাল ঝান্ডা।’

পাশাপাশি তৃণমূল ও বিজেপিকে এক পঙক্তিতে বসালেও তিনি বলেন, ‘কিছু মানুষ ভাবছে তৃণমূলের বিকল্প বিজেপি। এমনটা মাথার মধ্যে আনবেন না। তৃণমূল খারাপ, তার থেকেও আরও ১০০ গুণ খারাপ এই বিজেপি। তাই এখনই সাবধান হয়ে যান। বিজেপি নয় লাল ঝান্ডা মেহনতী মানুষের একমাত্র বিকল্প পথ।’

একই সঙ্গে অতীতের সেই স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘প্রচার মাধ্যমকে ব্যবহার করে এরা চেয়েছিল আমাকে শেষ করে দিতে। কিন্তু মিথ্যা কখনও সত্যি হতে পারে না। সত্য সত্যই থাকে। পাঁচটা টিম করা হয়েছিল প্রত্যেকটি টিম ৮ ঘণ্টা জেরা করত। একটানা ৩৬ ঘন্টা ৪৮ ঘণ্টা টানা জেরা করা হয়েছে আমাকে। উদ্দেশ্য ছিল জেরার নামে মানসিকভাবে প্রবল চাপ সৃষ্টি করে আমাকে পাগল করে দেওয়া। তবে আমি ভেঙে পড়িনি।’

আরও পড়ুন:অনুপ্রবেশের নয়া ছক, অরুণাচলের কাছে তিনটি গ্রাম তৈরি করল চিন!

এদিনের সভায় তিনি আরও বলেন, ‘আমাকে জেলের মধ্যে রাখতে কোটি কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট থেকে বড় বড় উকিল আনা হয়েছিল। লক্ষ লক্ষ টাকা যাদের ভিজিট। আরটিআই করেছিলাম কত টাকা খরচ হয়েছিল রাজ্য সরকারের আমার জামিন আটকাতে? তবে কোনও জবাব দেয়নি।’ প্রসঙ্গত, কঙ্কাল কাণ্ডে গ্রেফতার হওয়ার পর জামিন পেলেও নিজের কেন্দ্র গড়বেতায় ঢোকার অনুমতি ছিল না সুশান্ত ঘোষের। প্রতি শীর্ষ আদালতের রায় মিলেছে স্বস্তি উঠেছে নিষেধাজ্ঞা এরপরই রবিবার নিজের কেন্দ্র গড়বেতায় সভা করেন সুশান্ত ঘোষ। তার এই সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দেন, একুশের লক্ষ্যে ফের লাল পতাকা হাতে মাঠে নামেন তিনি। দল যা নির্দেশ দেবে তা যথার্থভাবে পালন করবেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version