সোমবার আইএসএলের চতুর্থ ম্যাচে খেলতে নামছে এটিকে মোহন বাগান। প্রতিপক্ষ জামসেদপুর এফসি। জামসেদপুরের বিরুদ্ধে জয় ধরে রাখতে মরিয়া হাবাসের দল।

টানা তিন ম্যাচে ৩ টে জয়। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে এমবি। এই মুহূর্তে দুরন্ত ফর্মে এটিকে মোহন বাগান। অপরদিকে ৩ ম্যাচে দুটিতে ড্র এবং একটিতে হেরে লিগ টেবিলে সপ্তম স্থানে জামসেদপুর এফসি। তবুও সোমবার জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে সতর্ক হাবাস। বিপক্ষ দলের ডিফেন্স চিন্তায় রাখছে এটিকে এমবি কোচকে। তাই ম্যাচের আগের দিন সেই ছবি ধরা পড়ল এটিকে এমবির অনুশীলনে। এদিকে এদু গার্সিয়া এবং উইলিয়ামসের চোট এখনও রয়েছে বলে জানালেন বাগান কোচ।
এই মুহূর্তে দুরন্ত ফর্মে এটিকে এমবির বাঙালি ব্রিগেড। জামসেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে ফোকাসড প্রবীর দাস, অরিন্দম ভট্টাচার্য্যরা। গতমরশুমে দুরন্ত ফর্মে ছিলেন প্রবীর দাস। এই মরশুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। তবে এই নিয়ে আত্মতুষ্টিতে যেতে নারাজ প্রবীর। বরং জামসেদপুর এফসির বিরুদ্ধে লড়াই করে জিততে মরিয়া সোদপুরের প্রবীর।

আরও পড়ুন- ফের চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে
