Monday, May 5, 2025

আদিবাসী অবরোধে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আবারও নেওয়া হবে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা

Date:

উত্তরবঙ্গে আদিবাসীদের রেল ও সড়ক অবরোধের জন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক প্রার্থীই। তাঁদের জন্য আবারও ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা নেওয়া হবে। রবিবার দুপুরে বিবৃতি জারি করে একথা জানাল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা ছিল। কিন্তু সারনা ধর্মকে বৈধতা দেওয়ার দাবিতে রবিবার সকাল ছ’টা থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রেল ও সড়ক অবরোধ করা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে আদিনা, ডালখোলা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে অবরোধ চলতে থাকে। আটকে পড়ে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন। অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। তার জেরে চূড়ান্ত বিপাকে পড়েন ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষার প্রার্থীরা। মূলত শিলিগুড়িতে যে প্রার্থীদের আসন পড়েছিল, তাঁরা অনেকেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

সেই পরিস্থিতিতে তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার জন্য পিএসসির কাছে অনুরোধ করে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতর থেকে টুইটারে বলা হয়, ‘আজ অবাঞ্চিত রেল অবরোধের কারণে শিলিগুড়িতে যাঁরা ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা দিতে পারেননি, সেই পরীক্ষার্থীদের দ্রুত দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ সরকার।’

রাজ্য সরকারের অনুরোধের কিছুক্ষণ পরই পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ডালখোলায় রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত প্রার্থী শিলিগুড়ি কেন্দ্রে আজকের ক্লার্কশিপ পার্ট ২ পরীক্ষায় সময়মতো হাজির হতে পারেননি, তথ্যপ্রমাণ-সহ আবেদন করলে তাঁদের অন্য একদিন পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে।’ কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, প্রার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version