Monday, May 5, 2025

আদিবাসী অবরোধে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আবারও নেওয়া হবে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা

Date:

উত্তরবঙ্গে আদিবাসীদের রেল ও সড়ক অবরোধের জন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক প্রার্থীই। তাঁদের জন্য আবারও ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা নেওয়া হবে। রবিবার দুপুরে বিবৃতি জারি করে একথা জানাল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা ছিল। কিন্তু সারনা ধর্মকে বৈধতা দেওয়ার দাবিতে রবিবার সকাল ছ’টা থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রেল ও সড়ক অবরোধ করা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে আদিনা, ডালখোলা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে অবরোধ চলতে থাকে। আটকে পড়ে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন। অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। তার জেরে চূড়ান্ত বিপাকে পড়েন ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষার প্রার্থীরা। মূলত শিলিগুড়িতে যে প্রার্থীদের আসন পড়েছিল, তাঁরা অনেকেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

সেই পরিস্থিতিতে তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার জন্য পিএসসির কাছে অনুরোধ করে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতর থেকে টুইটারে বলা হয়, ‘আজ অবাঞ্চিত রেল অবরোধের কারণে শিলিগুড়িতে যাঁরা ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা দিতে পারেননি, সেই পরীক্ষার্থীদের দ্রুত দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ সরকার।’

রাজ্য সরকারের অনুরোধের কিছুক্ষণ পরই পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ডালখোলায় রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত প্রার্থী শিলিগুড়ি কেন্দ্রে আজকের ক্লার্কশিপ পার্ট ২ পরীক্ষায় সময়মতো হাজির হতে পারেননি, তথ্যপ্রমাণ-সহ আবেদন করলে তাঁদের অন্য একদিন পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে।’ কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, প্রার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...
Exit mobile version