Monday, August 25, 2025

কিশোর সাহা

কলকাতা সহ সমতলের বিস্তীর্ণ এলাকায় জমাট শীতের দেখা না মিললেও রাজ্যের সর্বোচ্চ এলাকায় তুষারপাত শুরু হয়ে গেল। শনিবার রাতে দার্জিলিঙ জেলার সান্দাকফু এলাকায় তুষারপাত হয়েছে। তুষারপাতে সান্দাকফুর রাস্তা, ঘরদোরের ছাদ ঢেকে গিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রাতে সান্দাকফুর তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে চলে গিয়েছিল রবিবার সকালে তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশেপাশেই রয়েছে। তবে ফালুটের তাপমাত্রা সকালেও শূন্য ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে।
পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু এলাকা হল দার্জিলিঙের সান্দাকফু। ফি শীতে সেখানে বরফ পড়বেই। শীতের মরসুমে তুষারপাতের আমেজ উপভোগ করতে সেখানে আগ্রহীদের ভিড় উপচে পড়ে। এবার করোনার কারমে সেই বিড় অনেকটাই কম। তবে রোজই কমবেশি জনা দশেক পর্য়টক কোভিড বিধি মেনে পাড়ি জমাচ্ছেন বলে সূত্রের খবর। সম্প্রতি মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমান দার্জিলিঙে একটি ম্যারাথনের উদ্বোধনে গিয়ে সান্দাকফু ট্রেকিংয়ে গিয়েছিলেন।
দার্জিলিঙের ট্যুর অপারেটরদের সংগঠনের সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল থেকেই সান্দাকফুর আবহাওয়া ছিল মেঘে ঢাকা। সন্ধ্যার পরে বৃষ্টিও হয়। রাত একটু গভীর হতেই শুরু হয় তুষারপাত। রাতে কয়েক দফায় তুষারপাতের ফলে সকালে উটে সান্দাকফুর বাসিন্দারা দেখতে পান সেই চিরাচরিত ছবি। গোটা এলাকার রাস্তাঘাট দুধসাদা হয়ে গিয়েছে। বরফের কুচিতে গাছপালা সেজেছে। তা দেখার পরে সান্দাকফুর জিপচালকদের সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, কিছুটা হলেও পর্য়টকদের সংখ্যা বাড়বে।
দার্জিলিং লাগোয়া সিকিমেও উঁচু এলাকায় দফায় দফায় তুষারপাত চলছে। নাথু লা, ছাঙ্গুর তাপমাত্রা তো শূন্য ডিগ্রির নীচেই ঘোরাফেরা করছে। রাতে নাথুলার তাপমাত্রা মাইনাস ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। ছাঙ্গুতেও মাইনাস ২-৩ ডিগ্রি সেলসিয়াস। গ্যাটকে অবশ্য যথারীতি আরামপ্রদ আবহাওয়া।
শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় শনিবার গভীর রাতে বৃষ্টি হয়েছে। ফলে, সকাল থেকে হিমশীতল বাতাস বইছে সমতলের অনেক এলাকাতেই। তবে দিনের তাপমাত্রা কিন্তু ২২-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version