Monday, November 3, 2025

বিপ্লবের মাটিতে ফের এক বিপ্লবের প্রস্তুতি নিতে চলেছে মেদিনীপুর! নেত্রী সেই মমতাই

Date:

দীর্ঘদিন পর ফের মেদিনীপুরের বুকে বিপ্লবের মাটিতে জনসভা করতে চলেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বেলা ১টায় মেদিনীপুর কলেজ মাঠে মমতার সভা ঘিরে ইতিমধ্যেই বাঁধভাঙা উচ্ছ্বাস। শুধু বিরোধীদের আক্রমণ নয়, আরও একটি কারণে অর্থাৎ দলের “বিদ্রোহী”দের উদ্দেশে কী বার্তা থাকে দলনেত্রীর, তা শোনার বা জানার জন্য এই সভার তাৎপর্য রাজনৈতিকভাবে তৃণমূল নেতা-কর্মীদের কাছে অপরিসীম। নজর থাকছে রাজনৈতিক মহলেরও। সবমিলিয়ে রাজনীতির আতস কাচের তলায় মেদিনীপুর।

এদিকে, রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী আসছেন। তাঁকে একটিবার চোখের দেখা দেখতে ব্যারিকেড ভাঙা উচ্ছ্বাসের সাক্ষী ছিল গোটা মেদিনীপুর শহর। রবিবার বিকেল থেকেই রাস্তার দু’পাশে জমেছিল ভিড়। কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ—কে নেই! সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে উন্মাদনা।

সন্ধ্যা নাগাদ মেদিনীপুর সার্কিট হাউসে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততক্ষণে যাত্রাপথের দু’ধারে উপস্থিত কর্মী-সমর্থকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওঠে মুহুর্মুহু স্লোগান। গাড়ি যখনই কাছে এসেছে, কর্মীরা স্লোগান দিয়েছেন, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।’ কর্মীদের গলায় ঝোলানো ছিল ঈঙ্গিতপূর্ণ পোস্টার, ‘মমতার সঙ্গে মেদিনীপুর’, ‘দিদি আমরা তোমার সাথে আছি’।

কলকাতা থেকে মেদিনীপুর আসার পথে প্রতিবারের মতো রাস্তায় জনসংযোগ করতে করতেই যান জননেত্রী। কোলাঘাট, ডেবরা, খড়্গপুর-হ বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির থেকে যুগনিতলা, জজকোর্ট মোড়, কেরানিতলা হয়ে সার্কিট হাউস পর্যন্ত ভিড় ঠেলে যেতে মুখ্যমন্ত্রীর দীর্ঘক্ষণ সময় লাগে। গাড়ি থামিয়ে কর্মী-সমর্থক ও সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সোমবার সকালেও একই ছবি। ইতিমধ্যেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পার্শ্ববর্তী এলাকা গুলি থাকে একের পর এক মিছিল মেদিনীপুর কলেজ মাঠ অভিমুখে। যেন জেলার সব রাস্তায় মিশেছে মেদিনীপুর কলেজ মাঠে। রাস্তার দু’পাশে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন-ব্যানার আর তৃণমূলের ঝাণ্ডায় ঢেকে গিয়েছে। যেন বিপ্লবের মাটিতে ফের এক বিপ্লবের প্রস্তুতি নিতে চলেছে মেদিনীপুর। নেত্রী সেই মমতাই।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version