Tuesday, November 4, 2025

মেদিনীপুরের সভা থেকে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন ২০২১ তৃণমূলের। সোমবার, সভা থেকে মমতা অভিযোগ করেন, টাকা ও গুন্ডা নিয়ে বাইরে থেকে আসছে বিজেপি। টাকা দিয়ে সব কিনতে চাইছে। দল, ঘর সব কিছু ভাঙতে চাইছে। তারপরেই তৃণমূল নেত্রী বলেন, তৃণমূলকে কেনা যায় না।

ব্যাখ্যা হিসেবে মমতা বলেন, বিজেপি টাকা-গুন্ডা থাকলেও, তৃণমূল কংগ্রেসের মতো কর্মী নেই, পতাকা নেই। কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, চুরি করা অর্থ রাখার ব্যাঙ্ক হল বিজেপি। তারা লুঠেরাদের পাশে থেকে সমর্থন জানাচ্ছে। “কোন দুরাচারীর কাছে মাথানত করবেন না, কোন অত্যাচারীর কাছে মাথানত করবেন না” দলীয়কর্মীদের বার্তা দিলেন তৃণমূলন নেত্রী।

“২০২১ তৃণমূলের, ২০২১ বাংলার, হার্মাদ সিপিএমের আর না, হার্মাদ বিজেপি একেবারেই না” ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে, তাদের কাছে বাংলা মাথা নত করবে না। মিথ্যের চুবড়ি নিয়ে বসে আছে বিজেপি। তাদের তরফ থেকে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে।

তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে মমতা বলেন, “কোভিড হয়েছে, আমফান হয়েছে- একটাও টাকা দেয়নি কেন্দ্র। উল্টে ওরা হিসাব চাইছে। আমরা স্বাধীন থাকব, কারও ভয়ে থাকব না”। এরপরেই তৃণমূল নেত্রী জানান “বাংলা গুজরাট হবে না, বাংলাতে গুজরাট বানাতে দেব না”

আরও পড়ুন : শিলিগুড়িতে ধুন্ধুমার কাণ্ড, বিজেপির উত্তরকন্যা অভিযানকে কটাক্ষ পার্থর

এদিন, মেঠো ভঙ্গিতেই দলীয় কর্মীদের উজ্জ্ববিত করেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই আক্রমণাক্তক ভঙ্গিতে ছিলেন মমতা। সরাসরি বিজেপির পাশাপাশি সিপিআইএম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান মমতা। বলেন, এরা হল রক্ষক-ভক্ষক-তক্ষক।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version