Tuesday, November 11, 2025

শাহের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা নিষ্ফলা, পরশু ফের কেন্দ্র-কৃষক বৈঠক

Date:

Share post:

রফাসূত্র এখনও অধরা। মঙ্গলবার রাতে তিন ঘণ্টার আলোচনাও অমীমাংসিত থেকে গেল। ভারত বনধের দিনেই কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমত তাঁর সঙ্গে আলোচনায় যোগ দিতে যান ১৩ জন কৃষকনেতা। এদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বাম কৃষকনেতা হান্নান মোল্লাও। আলোচনায় যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। জানা গিয়েছে, দু-তিনটি সংগঠন মধ্যপন্থায় রাজি হলেও বেশিরভাগ কৃষক সংগঠনের দাবি, চলতি কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে। অন্যদিকে মোদি সরকারের তরফে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, গোটা আইন প্রত্যাহারের প্রশ্নই নেই। বড়জোর এপিএমসি বা মান্ডি ব্যবস্থা এবং এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সংশোধনী আইনে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেনি কোনও পক্ষই। ফলে তেরোদিনের মাথায় কয়েক দফা আলোচনাতেও রফা সূত্র না মেলায় কৃষক বিক্ষোভ অব্যাহত থাকছে।

এদিনের আলোচনায় ঠিক হয়েছে, আগামিকাল বুধবার লিখিতভাবে কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব যাবে কৃষক সংগঠনগুলির কাছে। কৃষকনেতারা তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে কৃষকদের সর্বশেষ অবস্থান ঠিক করবেন। তার ভিত্তিতে পরশু অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা বৈঠক করবেন। এই মুহূর্তে একদিকে অধিকাংশ কৃষক সংগঠন যেমন নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড়, তেমনি সরকারও আইন প্রত্যাহার হবে না বলে অনমনীয় মনোভাব নিয়েছে। ফলে কৃষক আন্দোলন নিয়ে অচলাবস্থা অব্যাহত। কাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেদিকেও নজর সবার।

আরও পড়ুন- পিকে-চুনী-রনির পর শিল্ডে এবার “ভারতের মারাদোনা” কৃশানু দে’র নামে ট্রফি

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...