Tuesday, August 12, 2025

ভারত বনধের মাঝেই সন্ধে ৭টায় কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

Date:

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কৃষকদের ডাকা বনধে কার্যত অচল গোটা দেশ। এহেন অবস্থার মাঝেই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠক রয়েছে সরকারের। তার মাঝেই হঠাৎ অমিত শাহের এই বৈঠকের ডাক স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাতটায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক নেতারা। এদিন সকালেই কৃষকদের কাছে এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কৃষক সংগঠনের ১৩ জন সদস্যকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে বৈঠকে। আগামীকাল পূর্বঘোষিত বৈঠক থাকা সত্ত্বেও কেন হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠক ডাকলেন তা নিয়ে জল্পনা চড়েছে।

আরও পড়ুন:ভারত বনধ: রাজ্যে রাজ্যে একনজরে

সূত্রের খবর অমিত শাহ সিঙ্ঘু, টিকরী এবং গাজীপুর-দিল্লি বর্ডারে অবস্থানরত কৃষক নেতাদের এই বৈঠকে ডেকেছেন। কৃষক নেতা রাকেশ টিকৌতকেও ডাকা হয়েছে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ জানান, ‘আমার কাছে ফোন এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে ডেকেছেন। আমার সঙ্গে আরও একাধিক নেতা সন্ধ্যে সাতটার এই বৈঠকে যোগ দেবেন।’

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version