Tuesday, August 12, 2025

বিধি মেনেই হয়েছে উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ময়নাতদন্ত- বলছে পুলিশ। কিন্তু প্রশ্ন তুলল বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসুর অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। সে জন্য উলেনের পরিবারকে গজলডোবা থেকে এনে একটি অভিযোগও করিয়েছে বলে দাবি বিজেপি।

সায়ন্তন বসুর অভিযোগ, উলেন দুষ্কৃতীদের ছোঁড়া ছররা গুলিতে জখম হয়েছেন বলে লিখতে বলা হয়েছে। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

মৃতের পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে সেই মতো পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে। সোমবার উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় আহত হন। এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরে বিজেপির তরফে দাবি করা হয়, উলেন রায়ের দেহে ছররা গুলির চিহ্ন মিলেছে বলে ডাক্তারের রিপোর্টে রয়েছে। এর পরেই পুলিশ অথবা পুলিশের মধ্যে দুষ্কৃতী মিশে ছররা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতারা।

এদিন শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক জানান, তাঁরা গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইবেন। যাতে তিনজন চিকিৎসকের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত হয় সেই দাবিও জানাবেন তাঁরা। রাজ্যের কাছে সুবিচার না পেলে তাঁরা আদলতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সায়ন্তন।

আরও পড়ুন-একই দিনে জোড়া বনধের প্রভাব উত্তরবঙ্গের জনজীবনে

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version