Monday, November 3, 2025

বিধি মেনেই হয়েছে উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ময়নাতদন্ত- বলছে পুলিশ। কিন্তু প্রশ্ন তুলল বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসুর অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। সে জন্য উলেনের পরিবারকে গজলডোবা থেকে এনে একটি অভিযোগও করিয়েছে বলে দাবি বিজেপি।

সায়ন্তন বসুর অভিযোগ, উলেন দুষ্কৃতীদের ছোঁড়া ছররা গুলিতে জখম হয়েছেন বলে লিখতে বলা হয়েছে। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

মৃতের পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে সেই মতো পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে। সোমবার উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় আহত হন। এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরে বিজেপির তরফে দাবি করা হয়, উলেন রায়ের দেহে ছররা গুলির চিহ্ন মিলেছে বলে ডাক্তারের রিপোর্টে রয়েছে। এর পরেই পুলিশ অথবা পুলিশের মধ্যে দুষ্কৃতী মিশে ছররা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতারা।

এদিন শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক জানান, তাঁরা গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইবেন। যাতে তিনজন চিকিৎসকের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত হয় সেই দাবিও জানাবেন তাঁরা। রাজ্যের কাছে সুবিচার না পেলে তাঁরা আদলতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সায়ন্তন।

আরও পড়ুন-একই দিনে জোড়া বনধের প্রভাব উত্তরবঙ্গের জনজীবনে

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version