Wednesday, August 27, 2025

কৃষি বিল প্রত্যাহার নিয়ে কৃষক আন্দোলনের পাশে তৃণমূল, তবে বনধ-এ নেই সায়

Date:

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় আগামিকাল থেকে পথে নামছে তৃণমূল। সোমবার মেদিনীপুর কলেজ মাঠের মেগা সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “কাল (মঙ্গলবার) থেকে গোটা রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সমর্থনে ধরনা পালন করবে তৃণমূল কংগ্রেস।” একইসঙ্গে বনধের বিরোধিতা করলেও আগামিকালকের কৃষকদের ডাকা বনধের ইস্যুকে নৈতিক সমর্থনের কথা জানান তৃণমূল নেত্রী।

আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জনাব হয়, কেন্দ্রের কৃষক বিরোধী বিল নিয়ে দেশজুড়ে যে আন্দোলন চলছে, তাকে সম্পূর্ণ সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি বিলের প্রত্যাহারের দাবি জানাচ্ছে তৃণমূল। তবে কৃষকদের দাবিকে সমর্থন করলেও বা তাঁদের আন্দোলনের পাশে দাঁড়ালেও বনধ-কে সমর্থন করে না তৃণমূল। কারণ, এই বনধ-এ সমস্যায় পড়বে দিন আনি দিন খাই গরিব মানুষ।

উল্লেখ্য, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই নবান্ন উৎসব শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুরে মুখ্যমন্ত্রী এদিনের সভায় সেই নবান্নের প্রসঙ্গ তুলে কৃষকদের পাশে থাকার, তাঁদের আন্দোলনকে সমর্থন করার কথা ঘোষণা করেন। বলেন, “নবান্নের শপথ করে বলছি, নতুন ধানের শপথ করে বলছি, আমরা কৃষকদের পাশে ছিলাম। আছি। থাকব। লক্ষ্মীর ধানই তোমাদের বিদায়ঘণ্টা বাজাবে।” পাশাপাশি, মেদিনীপুরের সভা থেকে এদিন ফের নয়া কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকাররে উদ্দেশে তোপ দাগেন মমতা।

বলেন, “দিল্লি এখন আলু, পটল, বেগুন সব খাবে। মানুষকে দেবে না। আগে রাজ্য সরকার দাম নিয়ন্ত্রণ করত। ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেলে আমরা ভর্তুকি দিয়ে মানুষের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু এখন সে উপায় নেই। এখন আলু, পটল, পেঁয়াজ সব কেড়ে নিয়েছে।” হুঁশিয়ারি দেন, “হয় কৃষি বিল প্রত্যাহার কর, নয় ভারত ছাড়।”

আরও পড়ুন- মিল্লি আল আমিন কলেজ: আদালতে যাওয়ার হুমকি বৈশাখীর, পাল্টা যা বললেন ফিরহাদ

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version