অ্যাডামাস-এর নজরকাড়া উদ্যোগ, বিশ্বের সেরা শিক্ষাবিদদের মুখোমুখি পড়ুয়ারা

ভারত ডিসেম্বর ২০২০: পূর্ব ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কে অন্যতম সেরা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি আডামাস বিশ্ববিদ্যালয় একটি ভার্চুয়াল ইন্টারন্যাশনাল ছাত্র সম্মেলন আইএসসি-আডামাস ২০২০-র আয়োজন করেছিল।

বিষয় ছিল, শিক্ষা : আজকের ভবিষ্যৎ তৈরি করে। এই অতিমারির মধ্যেও সারা বিশ্বের মোট ১৩২ জন বক্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন । সম্মেলনের বিষয় ভাবনা শিক্ষক এবং ছাত্র উভয় তরফেই প্রশংসিত হয়।
অ্যাডামাস বিশ্ববিদ্যালয় সর্বদা একটি উদ্ভাবনী শিক্ষার প্রক্রিয়ার দিকে কাজ করে। এই সম্মেলনের মাধ্যমে ভবিষ্যতেও শিক্ষামূলক দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করে, কীভাবে শিক্ষা শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে উঠতে পারে ।

আডামাস বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি পড়ুয়াদের অগ্রাধিকার দেয়। এবং তাদের জ্ঞান ও বুদ্ধি বিকাশ বাড়িয়ে তুলতে সাহায্য করে। ১৫টি দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২০০ জন মেধাবী ছাত্রর মধ্যে থেকে ১৪০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হয় বক্তা হিসেবে। দেশ গুলো হল: ভারত, বাংলাদেশ জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মরক্কো, ইতালি ফ্রান্স, নেদারল্যান্ডস, লাটভিয়া, হাঙ্গেরি, ইউকে, পোল্যান্ড, রাশিয়া, ইউক্রেন।

আডামাস বিশ্ববিদ্যালয়, ভারতের সহ-উপাচার্য প্রফেসর-ডক্টর দীপেনদর কুমার ঝা উদ্বোধনী বক্তব্য রাখেন। ৮ জন ছাত্র এই ভাষণ শুনেছেন। তাঁরা বার ইস্টার্ন ইউনিভার্সিটি (ফিলিপিন্স), ওমসেক স্টেটস আগ্রারিয়ান ইউনিভার্সিটি (রাশিয়া), পেটরা খ্রিসচিয়ান ইউনিভার্সিটি (ইন্দোনেশিয়া), পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া, ইউনিভার্সিটি অফ স্টেট ফিসকাল সার্ভিসেস অফ ইউক্রেন, মহম্মদ ভি ইউনিভার্সিটি অফ (মরক্কো), ভিটাহ বেরিং কামচাটকা স্টেট ইউনিভার্সিটি (রাশিয়া) এবং আডামাস ইউনিভার্সিটি (ভারত)।

উদ্বোধনী অনুষ্ঠানের পরেই এডুকেশন সেশন, বিজনেস এবং ম্যানেজমেনট সেশন, সোস্যাল সায়েন্স সেশন, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং সেশন। এডুকেশন সেশনে ১০টি বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন বক্তা ছিলেন। সেগুলো হলো : আডামাস‌ বিশ্ববিদ্যালয় (ভারত),কামচাটকা স্টেট ইউনিভার্সিটি (রাশিয়া)ইউনিভার্সিটি অফ জেনোয়া (ইতালি), পিপ্লস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া, খার্কিভ ন্যাশনাল ইউনিভার্সিটি ( ইউক্রেন), ফার ইস্টার ইউনিভার্সিটি (ফিলিপিন্স) ইস্টার্ন স্যামার স্টেট ইউনিভার্সিটি (ফিলিপিন্স), পেট্রা খ্রিস্টিয়ান ইউনিভার্সিটি (রাশিয়া),ওএমেস্কে স্টেট আগ্রারিয়ান ইউনিভার্সিটি (রাশিয়া)। এই সেশনে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ দিয়ানা স্পাল্বার, পিপ্লস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অফ রাশিয়া ও ইউনিভার্সিটি অফ জেনোয়া (ইতালি)প্রফেসররা। সেই সঙ্গে ছিলেন ডঃ রোডোরা মেন্ডোজা ও ইস্টার্ন স্যামার স্টেট ইউনিভার্সিটি (ফিলিপিন্স)-এর প্রফেসররা।

বিজনেস ও ম্যানেজমেন্ট সেশনে আট দেশের ৩৩ জন বক্তা ছিলেন। যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বাংলাদেশ), ফার ইস্টার্ন ইউনিভার্সিটি (ফিলিপিন্স), ইউনিভারররসিটি অফ স্টেট ফিস্ক্যাল সার্ভিসেস অফ ইউক্রেন, কিভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটি (ইউক্রেন), ট্রান্সপোর্ট অ্যান্ড টেলি কমিউনিকেশন ইন্সটিটিউট (লাটভিয়া), রেসজো ইউনিভার্সিটি অফ টেকনোলজি (পোল্যান্ড), সেচেনি ইটভাম ইউনিভার্সিটি (হাঙ্গেরি) ও সিএনএএম ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (ফ্রান্স)। সম্মেলনের এই পর্বে বক্তব্য রাখেন ডঃ সারা গ্রান্ট। সারা লন্ডনের এম্পিরিয়াল কলেজ বিজনেস স্কুলস ওয়ার্ল্ড লিডিং টেক ল্যাবের অপারেশন হেড এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর।

আরও পড়ুন-‘স্বাস্থ্যসাথী’তে আবেদনের ঢল, কার্ডের বদলে বিমাপত্র দেওয়ার ভাবনা নবান্নের!