সুমন করাতি: আধিকারিক পরিচয় দিয়ে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। চাঞ্চল্য হুগলির কোন্নগরে। অভিযোগ, কোন্নগর সাধুর গলির বাসিন্দা অপূর্ব নন্দী নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে বেশ কয়েকজন বেকার যুবকের থেকে প্রায় আট লক্ষ টাকা নিয়েছেন। বিভিন্ন জেলার ছেলেদের থেকে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেবে বলে টাকা নেন অপূর্ব। এমনকী, যুবকদের আইবি ডিপার্টমেন্টের ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয় বলে অভিযোগ। পরে যাচাই করে যুবকরা জানতে পারেন, তাঁদের সঙ্গে প্রতারণা হয়েছে। এরপর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা।

আরও পড়ুন:কেক-মোয়া-পাটালি এবার ঘরে বসে অনলাইনেই

স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব জানান, এর আগেও অপূর্ব নন্দী নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে এরকম প্রতারণা করেছেন। পুলিশের হাতে ধরাও পড়েছিলেন। ঘটনা জানাজানি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
