কুয়াশাচ্ছন্ন বুধবারের সকালও। ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। বেলা গড়ালেও এখনও অধিকাংশ জায়গা থেকেই সরেনি কুয়াশার চাদর। সকাল থেকে চারদিক কুয়াশাতে ঢেকে যাওয়ায় কমেছে দৃশ্যমানতা। যার জেরে ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন সকাল কুয়াশাচ্ছন্ন থাকবে। যদিও বেলা বাড়তে পরিষ্কার হবে আকাশ।
কুয়াশার চাদরে ঢেকেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ট্রেন ও বিমান পরিষেবায় বিঘ্ন
Date:
Share post: