বুধবার ছিল আইএফএ শিল্ডের দ্বিতীয় দিন। গ্রুপ ‘এ’ লিগের ম্যাচে এদিন খিদিরপুর এসসির মুখোমুখি হয়েছিল কালীঘাট এমএস। খিদিরপুরকে এদিন ৪-০ গোলে হারালো কালীঘাট এমএস। কালীঘাটের হয়ে গোল গুলি করেন রাহুল কুমার পাসওয়ান, সুপ্রিয় ঘোষ, তুহিন সিকদার এবং গৌরব সামান্ত।

অপরদিকে গ্রুপ ‘বি’ ম্যাচে এরিয়ানকে ৩-০ গোলে হারালো রিয়েল ক্যাশ্মির। ক্যাশ্মিরের হয়ে গোল গুলি করেন ম্যাসনলি রর্বাটসন, দানিশ ফারুক এবং লুকমান। গ্রুপ ‘সি’ ম্যাচে ইন্ডিয়া অ্যারোসের মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ। সেই ম্যাচে ইন্ডিয়া অ্যারোসকে ০-২ গোলে হারায় জর্জ। জর্জের হয়ে গোল করেন স্টানলি এবং গৌতম দাস।

আইএফএ শিল্ডের গ্রুপ ‘ডি’ ম্যাচে বিএসএস এর মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস। ম্যাচে এদিন বিএসএসকে ১-২ গোলে হারালো ইউনাইটেড স্পোর্টস। ইউনাইটেড স্পোর্টসের হয়ে গোল গুলি করেন সৌরভ দাস গুপ্ত এবং জগন্নাথ ওরাও।

আরও পড়ুন :মতুয়ারা এদেশের নাগরিক, কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই: মুখ্যমন্ত্রী

