হোটেলের রুম থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ

ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ২৮ বছরের ভিজি চিত্রা তামিল সিনেমা ও সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। জানা গিয়েছে, বুধবার ভোররাতে শুটিং সেরে নিজের হোটেলে ফিরেছিলেন তিনি। এরই মধ্যে সকাল বেলায় উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

ওই অভিনেত্রীর সামনেই বিয়ে ছিল। সম্প্রতি চেন্নাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে তাঁর আশীর্বাদ হয়েছিল। এরপরে কী এমন ঘটল, যে আত্মহত্যার রাস্তা বেছে নিলেন ভিজি চিত্রা।

অভিনয়ে ছাড়া নাচ করতেন তিনি। এছাড়াও টিভি সঞ্চালিকার কাজেও যথেষ্ট দক্ষ ছিলেন চিত্রা। সূত্রের খবর, হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। তাঁর জেরেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী? সাতসকালে এই ঘটনার খবর ছড়াতেই রীতিমতো হতবাক অভিনেত্রীর অনুগামীরা। শোকস্তব্ধ তামিল চলচ্চিত্র জগত-ও।

আরও পড়ুন-গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল