Sunday, November 2, 2025

দুঃখ দিলে সরে যেতে পারি’, মুখ্যমন্ত্রীর গলায় অভিমানের সুর

Date:

Share post:

‘আমাকে দুঃখ দিলে অভিমানে সরে যেতে পারি’৷

রাজ্যজুড়ে এত উন্নয়নের পরেও যেভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে, তাতে বেশ অভিমানী মুখ্যমন্ত্রী৷ সেই অভিমান প্রকাশ্যেও চলে এসেছে৷ বুধবার গোপালনগরের জনসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এভাবেই ফুটে উঠেছে আবেগতাড়িত সুর৷

কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ তুলে তিনি এদিন বলেছেন, “কেন্দ্রের কাছে বকেয়া ৮৫ হাজার কোটি টাকা। রাজ্যের হাতে টাকা নেই। তা সত্ত্বেও একের পর এক কাজ করে চলেছি। ৮ বছরে এমন কাজের নজির পৃথিবীর আর কোথাও দেখাতে পারবেন না৷” মুখ্যমন্ত্রী দাবি করেন, অর্থের সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। মমতা বলেন, “বন্ধু, কন্যাশ্রীতে কত টাকা লাগছে? হিসেব আছে? হিসেব করবেন? ৭০ লক্ষ মেয়েদের স্কলারশিপ দিই। আড়াই কোটি সংখ্যালঘু স্কলারশিপ পায়। ৭০ লক্ষ তপশিলি-আদিবাসী পায় স্কলারশিপ। ৭২ লক্ষ কৃষক পরিবার সাহায্য পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ পেনশন পায়।” মুখ্যমন্ত্রী আরও বলেন,”টাকাগুলো আসবে কোথা থেকে? বাসের ভাড়া বাড়বে না। বিদ্যুতের দাম বাড়বে না। খাবারের দাম বাড়বে না। সরকারকে কোনও ট্যাক্স দিতে হবে না। বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য, পড়াশুনো, জুতো, টেস্টপেপার, ছোটদের পোশাক, বিনা পয়সায় মিড ডে মিল, আইসিডিএস। টাকাটা আসবে কোথা থেকে?

আর এরপরেই অভিমানের সুরে তৃণমূল নেত্রী বলেন, “যতটুকু সম্ভব এখান থেকে ওখান থেকে, যতটা পারি চেষ্টা করছি। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই কাজ আমার জায়গায় একজন করতে পারলে একদিনের মধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দেব। একজনও যদি করে দেখাতে পারে! কাজেই সব কিছু করুন আমাকে দুঃখ দেবেন না। আমাকে দুঃখ দিলে আমি অভিমানের সঙ্গে সরে যেতে পারি। মনে হতে পারে, আমার থাকাই উচিত নয়, এরা তো চায়ই না। ৮ বছরে যা করেছি পৃথিবীর আর কোথাও দেখাতে পারবেন না। ১০ কোটির মধ্যে সাড়ে ৯ কোটি লোক সুবিধা পেয়েছে। তা সত্ত্বেও আমাকে দুঃখ দেওয়া হচ্ছে”৷

আরও পড়ুন- কৈলাস বিজয়বর্গীয় টুইটে অপপ্রচার চালাচ্ছেন, দাবি গৌতম দেবের

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...