Tuesday, August 12, 2025

শুক্রবার আইএসএলে পঞ্চম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শেষ ম‍্যাচে হারের ধাক্কা কাটিয়ে হায়দরাবাদ ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে এমবি কোচ হাবাস।

শেষ ম‍্যাচে জামসেদপুর এফসির কাছে হারতে হয়েছিল বাগান শিবিরকে। টানা তিন ম‍্যাচ জয়ের পর প্রথম হারের মুখ দেখে এটিকে এমবি। বাগান ডিফেন্সকে কার্যত নাস্তানাবুদ করে দেয় ভাল্কিসরা। জামসেদপুরের গোল দুটি আসে সেট-পিস থেকে। এবার সেই ভুল সুধরে মাঠে নামতে মরিয়া এটিকে মোহনবাগান। ম‍্যাচের আগের দিন সেই ছবি ধরা পড়ল বাগান অনুশীলনে। সেট-পিস থেকে যাতে গোল হজম না করতে হয়, সেই দিকেই নজর দিচ্ছেন এটিকে এমবি কোচ হাবাস। একই কথা শোনা যায় বাগান ফুটবলার তিরির গলাতেও।

এদিকে চোট সারিয়ে দলে ফিরছেন ডেভিড উইলিয়ামস। তবে এখনও পুরোপুরি ফিট নন হাবি হার্নন্ডেজ। তাই হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকার সম্ভবনাই বেশি। এই মুহুর্তে তিন ম‍্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে হায়দরাবাদ। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে এমবি কোচ হাবাস। কারন হায়দরাবাদ এফসির খেলার স্টাইল অনেকটাই জামসেদপুর এফসির মতন। সেট-পিস থেকে অ‍্যাটাকে যায় তারা। যা চিন্তায় রাখছে বাগান কোচকে।

এদিকে জামসেদপুর ম‍্যাচে হারের জ্বালা ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এডু গার্সিয়া। নিজামের দলের বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ এডুর।

আরও পড়ুন :উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে দুরন্ত জয় পিএসজির

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version