দিল্লিতে বঙ্গভবনে বিজেপির বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টা

বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার জের গড়াল দিল্লিতেও। বৃহস্পতিবার নাড্ডা কলকাতা ছাড়ার পরেই দিল্লিতে বঙ্গভবনের সামনে বেশ কিছু বিজেপি সমর্থক জড়ো হয়। প্রথমে তারা প্রতিবাদ জানাতে থাকে। স্লোগান দিতে থাকে। এরপর জোর করে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করে। ভাঙচুর চালানোর চেষ্টা হয়। কিন্তু সময় মতো ব্যবস্থা নেওয়ায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। দিল্লির চরম ঠাণ্ডায় আধ ঘন্টার বেশি এই বিক্ষোভ স্থায়ী হয়নি। ঘটনা প্রসঙ্গে বাংলার শাসক দলের বক্তব্য, উন্নয়নের পাল্টা হিসাবে রাজ্যে রাজ্যে রাজনীতি করা বন্ধ করুক। এতে দেশের মঙ্গল।

আরও পড়ুন- বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের