বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের

বাংলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা নিয়ে রিপোর্ট এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট চাইল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কী বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর?

আজ, বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার সফরে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করেছে গেরুয়া শিবির। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে হামলার ঘটনায় আগেই টুইটারে তোপ দাগেন অমিত শাহ। তিনি লেখেন, “আজ পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির উপর যে আক্রমণ হয়েছে সেটি খুবই বর্বরোচিত ও নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। পশ্চিমবঙ্গ সরকারকে এই প্ররোচনামূলক হিংসার জন্য রাজ্যের সকল শান্তিপ্রিয় জনগণের কাছে উত্তর দিতে হবে। তৃণমূল রাজত্বে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে পৌঁছে গেছে। তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গের অন্দরে যেভাবে রাজনৈতিক হিংসা চরমসীমায় পৌঁছেছে, তা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল মানুষের কাছে খুবই দুঃখজনক ও উদ্বেগজনক।”

কী বলছেন জেপি নাড্ডা?

হামলার ঘটনায় ডায়মন্ড হারবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন সভাপতি জে পি নাড্ডাও। তাঁর কথায়, “বাংলায় গুন্ডারাজ চলছে”!

কী বলছেন রাজ্যপাল?

হামলার ঘটনায় রাজ্য পুলিশকে দুষে কড়া ভাষায় তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। টুইটে ধনখড় লেখেন, “এঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নৈরাজ্য ও আইন-শৃঙ্খলার অবনতি। পশ্চিমবঙ্গ পুলিসের আচরণ রাজনৈতিক পুলিশেরর মত। তাদের সামনেই বিজেপি সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা।”

কী বলছে পশ্চিমবঙ্গ পুলিশ?

রাজ্য পুলিশের দাবি, নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি। পরিস্থিতি এজেবারে শান্তিপূর্ণ। তবে তদন্ত হবে। দোষীরা শাস্তি পাবে।

আরও পড়ুন- ২৮ ফেব্রুয়ারি বা ৭ মার্চ কলকাতায় পুরভোট?