Wednesday, August 27, 2025

বাংলায় এসে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভাতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার, ডায়মন্ড হারবারে সভা করেন তিনি। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ-সহ বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা। তাঁদের উপস্থিতিতেই জেপি নাড্ডা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে শেষ হবে তৃণমূল সরকারের প্রতিপত্তি। তিনি কটাক্ষ করে বলেন, “মমতার জঙ্গলরাজ শেষ হবে ২০২১-এ নির্বাচনের মাধ্যমে”।

বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জেপি নাড্ডা বলেন, কেন্দ্রীয় সরকারের জনহিতকর কাজের সুবিধা রাজ্যবাসীকে নিতে দিচ্ছে না রাজ্য সরকার।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডবল ইঞ্জিনে গাড়ি ছুটবে বলে আশা প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর মতে, রাজ্যে বিজেপি সরকার এলে মোদির উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষ।

একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ তোলেন জেপি নাড্ডা। এদিন তাঁর যাত্রাপথে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। শিরাকোলে জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই প্রসঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করেন তিনি।

তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়, এই হামলার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। তৃণমূলের পক্ষ থেকে শান্তিপূর্ণ মিছিল করা হয়েছিল ঠিকই। কিন্তু কনভয় হামলা চালানোর মতো ঘটনা ঘটেনি। ক্ষোভে, কারণে জনরোষের শিকার হয়েছেন তিনি।

তবে, এদিনের সংক্ষিপ্ত সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতির ভাষণে কোনো চমক ছিল না। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্য সরকারকে আক্রমণ করে যে ভাষায় কথা বলেন, তার থেকে আলাদা কিছু শোনা গেল না নাড্ডার ভাষণে। একই কথার চর্বিত-চর্বণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতিও।

আরও পড়ুন-আজ বিকেল ৪-৬ রাজ্যজুড়ে বিক্ষোভ বিজেপির

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version