Sunday, November 2, 2025

জেপি নাড্ডার উদ্বোধনের পরদিনই অফিস নিয়ে অভিযোগ, মানতে নারাজ বিজেপি

Date:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বুধবারই ভার্চুয়াল উদ্বোধন করেছেন দলের মালদহ জেলার নতুন অফিস। দলীয় সূত্রের দাবি, প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ করে তিনতলা ভবনটি তৈরি হয়েছে। কিন্তু চালু হওয়ার পরের দিনই ওই ভবনের অনেকটাই বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ করলেন খোদ ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা প্রাক্তন পুর চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ। পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের জন্য নোটিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নীহার ঘোষ জানান, তিনি পুর আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

তবে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল দাবি করেছেন, পুর বিধি মেনেই সব নির্মাণ হয়েছে। তাঁর কটাক্ষ, বিজেপির উত্থান রাজনৈতিক ভাবে রুখতে না পেরে নানা অপপ্রপচার করছে তৃণমূল।

ইংরেজবাজার পুর এলাকায় বিজেপির কার্যালয়ে তৈরির কাজ অনেক দিন আগেই শুরু হয়। এতদিন অবশ্য তা নিয়ে সরাসরি কোনও অভিযোগ পুরসভা তোলেনি। ঘটনাচক্রে, বিজেপির জেলা সভাপতিও এক সময়ে পুরসভার কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ফলে, পুর বিধি তাঁরও জানা রয়েছে। বিজেপির কয়েকজন নেতা জানান, নোটিস পেলে তাঁরাও আইনি পদক্ষেপ করবেন।

বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা ভোটে মালদা থেকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কাজকর্মের তদারকিও হতে পারে। সেই মতো কেন্দ্রীয় ও প্রদেশ স্তরের কয়েক নেতা যাতে ওই কার্যালয়ে থাকতে পারেন সেই মতো ঘর তৈরি করা হয়েছে। তিনতলায় রয়েছে মিটিং হল।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version