Friday, August 22, 2025

জেপি নাড্ডার উদ্বোধনের পরদিনই অফিস নিয়ে অভিযোগ, মানতে নারাজ বিজেপি

Date:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বুধবারই ভার্চুয়াল উদ্বোধন করেছেন দলের মালদহ জেলার নতুন অফিস। দলীয় সূত্রের দাবি, প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ করে তিনতলা ভবনটি তৈরি হয়েছে। কিন্তু চালু হওয়ার পরের দিনই ওই ভবনের অনেকটাই বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ করলেন খোদ ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা প্রাক্তন পুর চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ। পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের জন্য নোটিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নীহার ঘোষ জানান, তিনি পুর আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

তবে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল দাবি করেছেন, পুর বিধি মেনেই সব নির্মাণ হয়েছে। তাঁর কটাক্ষ, বিজেপির উত্থান রাজনৈতিক ভাবে রুখতে না পেরে নানা অপপ্রপচার করছে তৃণমূল।

ইংরেজবাজার পুর এলাকায় বিজেপির কার্যালয়ে তৈরির কাজ অনেক দিন আগেই শুরু হয়। এতদিন অবশ্য তা নিয়ে সরাসরি কোনও অভিযোগ পুরসভা তোলেনি। ঘটনাচক্রে, বিজেপির জেলা সভাপতিও এক সময়ে পুরসভার কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ফলে, পুর বিধি তাঁরও জানা রয়েছে। বিজেপির কয়েকজন নেতা জানান, নোটিস পেলে তাঁরাও আইনি পদক্ষেপ করবেন।

বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা ভোটে মালদা থেকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কাজকর্মের তদারকিও হতে পারে। সেই মতো কেন্দ্রীয় ও প্রদেশ স্তরের কয়েক নেতা যাতে ওই কার্যালয়ে থাকতে পারেন সেই মতো ঘর তৈরি করা হয়েছে। তিনতলায় রয়েছে মিটিং হল।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version