Monday, November 10, 2025

নাড্ডার কর্মসূচির আগেই তৃণমূলের মিছিল-মিটিং-বিক্ষোভে অবরুদ্ধ ডায়মন্ড হারবার

Date:

দু’দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গতকাল, বুধবার প্রথমদিন কলকাতাতেই একাধিক কর্মসূচি ছিল তাঁর। বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। দেখানো হয়েছে কালো পতাকা। ইতিমধ্যেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অমিত শাহকে চিঠি দিয়েছেন দিলীপ ঘোষ। তারই মধ্যে আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে আরও বেশি বাধার সম্মুখিন হলেন বিজেপি সর্বভারতীয়।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

এদিন ডায়মন্ড হারবারের সুলতানপুরে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের কর্মসূচি আছে জে পি নাড্ডার। এদিকে নাড্ডা ডায়মন্ড হারবারে পৌঁছনোর আগেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার রোডের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ।

নাড্ডার সভাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুলপিতে পথ অবরোধ করেছে তৃণমূল যুব কংগ্রেস। হটুগঞ্জেও চলছে তৃণমূলের অবরোধ বিক্ষোভ। অবরোধের জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে এই মুহূর্তে যান চলাচল কার্যত বন্ধ। নাড্ডার যাত্রাপথে শিরাকোলেও মিছিল করছেন তৃণমূল নেতা, কর্মীরা। সরিষাতেও রাস্তার ধারেই বাঁধা হয়েছে তৃণমূলের সেখানে উপস্থিত আছেন বিধায়ক সোনালি গুহ-সহ তৃণমূল নেতৃত্ব। সংগ্রামপুরেও অবরোধ তৃণমূলের।

আরও পড়ুন : হেস্টিংস হাউসের সামনে জেপি নাড্ডাকে কালো পতাকা দেখানো হল

সব মিলিয়ে এদিন ডায়মন্ড হারবারে নাড্ডার দলীয় কর্মসূচির আগে শাসক দলের বিক্ষোভ, মিছিল, সমাবেশ ঘিরে অবরুদ্ধ। রয়েছে রাজনৈতিক উত্তেজনাও।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version