Sunday, November 9, 2025

বঙ্গধ্বনি যাত্রা: দলীয় ভাবে সরকারের ১০ বছর কাজের রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের

Date:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচনে। লক্ষ্য তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন। একদিকে বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানছে, ঠিক তখনই সরকারি দল হিসাবে তৃণমূল নিজেদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক হয়েছে “দুয়ারে সরকার” কর্মসূচি। জানি এক দল-মত নির্বিশেষে রাজ্যের মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে।
এই কর্মসূচির অধীনে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছনোর জন্য ক্যাম্প করা হচ্ছে প্রতিটি পঞ্চায়েতে ও পুর এলাকাগুলিতে।

তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত ১০ বছর কাজের খতিয়ান বা রিপোর্ট কার্ড দলীয়ভাবে প্রকাশ করল তৃণমূল। আজ, বৃহস্পতিবার দলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ”বঙ্গধ্বনি যাত্রা” কর্মসূচি। তৃণমূল ভবনে হাজির ছিলেন মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায়ের, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনের মতো একাধিক দফতরের হেভিওয়েট মন্ত্রীর। ছিলেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ঘোষণা করা হয় আগামীকাল, শুক্রবার থেকে এই রিপোর্ট কার্ড নিয়ে রাজ্যে ২৯৪টি বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন তৃণমূল নেতা-কর্মীরা।

গত ১০ বছরে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক নতুন প্রকল্প চালু করা হয়েছে। তারক সরাসরি সুবিধা পেয়েছে এই রাজ্যের মানুষ। এমনকি বেশ কয়েকটি প্রকল্প বিশ্বের দরবারে ও সমাদৃত হয়েছে। গোটা দুনিয়ার কাছে সেগুলি এখন মডেল। এবার দলগতভাবে তারই খতিয়ান তুলে ধরলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা।

আরও পড়ুন-নাড্ডার কর্মসূচির আগেই তৃণমূলের মিছিল-মিটিং-বিক্ষোভে অবরুদ্ধ ডায়মন্ড হারবার

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version