ফিট রোহিত, ক’টি টেস্ট খেলতে পারবেন? জেনে নিন

ফিটনেস টেস্টে পাশ করলেন ‘হিট ম্যান’ রোহিত শর্মা। শুক্রবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ফিটনেস পরীক্ষা দিলেন রোহিত। পরীক্ষা নিলেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়, বোর্ডের চিকিৎসক, ফিজিও, ট্রেনাররা। ফিটনেস টেস্টে যথেষ্টি চাঙ্গা লেগেছে টিম ইন্ডিয়ার হিটম্যান। ফিট হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ায় টেস্ট দলের সঙ্গে যোগ দিতে আর কোনও অসুবিধা রইল না রোহিতের।

আরও পড়ুন:কেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত, চিঠি পাঠালেন আলাপন

সোমবার, ১৪ ডিসেম্বর মুম্বই থেকে অস্ট্রেলিয়া উড়ে যাবেন সস্ত্রীক রোহিত। সিডনি ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুটি টেস্টে খেলবেন রোহিত শর্মা। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে সবার আগে ১৪ দিনের কোয়ারান্টাইন পর্ব কাটাতে হবে। ৭ই জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। শেষ দুটি টেস্টই খেলতে পারবেন রোহিত।তার আগে প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা। সন্তান জন্মের সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চান। তাই সিরিজের বাকি তিনটি টেস্ট না খেলেই ফিরছেন কোহলি। কোহলির অনুপস্থিতিতে সিরিজের বাকি তিনটি টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক আজিঙ্কে রাহানে।

Previous articleগোবরডাঙ্গা হিন্দু কলেজে বিজেপি তাণ্ডব, আক্রান্ত ৬ তৃণমূল কর্মী
Next articleপুরোহিতদের দাবি নিয়ে সরব রাজীব