Monday, August 25, 2025

তুঙ্গে বয়ান-বিতর্ক, দিলীপ বললেন হরিদাস পাল, কল্যাণ বললেন ষাঁড়!

Date:

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Bandyopadhyay) আকচা-আকচি চরম পর্যায়ে পৌঁছল। তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে কেন্দ্র চাওয়ার পরিপ্রেক্ষিতে কল্যাণের পত্রবোমা থেকে বিতর্ক শুরু। রায়গঞ্জে চায় পে চর্চায় সে নিয়ে বলতে গিয়ে দিলীপ বলেন, কে কল্যাণ? সে কোন হরিদাস পাল? পাল্টা কল্যাণ বলেন, দিলীপ আর ষাঁড়ের মধ্যে কোনও পার্থক্য দেখি না।

নাড্ডার (Jp Nadda) কনভয়ে হামলা এবং সে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতি সক্রিয়তায় রাজ্য সরকার (West Bengal Governmet) ক্ষুব্ধ। ক্ষোভ বাড়ে তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে কেন্দ্র চাওয়ার পরেই। রাজ্য সরকার সাফ জানায় পাঠানো সম্ভব নয়। আইপিএস কম। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় (MP Kalyan Banerjee) বলেন, আইন-শৃঙখলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। কেন্দ্র অগণতান্ত্রিকভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে।

সে প্রসঙ্গে দিলীপ ( Dilip ghosh WB State President, MP) কল্যাণকে লক্ষ্য করে বলেন, উনি বলার কে? রাজ্য আর কেন্দ্রের মধ্যে চিঠি বিনিময় হচ্ছে। হরিদাস পালের মতো হঠাৎ মাঝখানে চলে আসছেন। উনি আইন বোঝেন না। কেমন উকিল সকলে জানেন। আর রাজনীতিবিদ? পরের বার ওকে হারিয়ে বাড়িতে ঢুকিয়ে দেব।

পাল্টা কল্যাণ বলেন, ষাঁড়ের মাথার বুদ্ধি নিয়ে আর কী বলব? একজন এমপির কী কাজ উনি বুঝবেন কী করে? কোভিডের কারণে এখনও ওনার সংসদে মুখেভাত হয়নি। সংসদ ও সাংসদের অধিকার ও কর্তব্য জানবেন কী করে? সংসদ চললে এমন বিরোধিতা করতাম যে দিলীপদের সংসদের বাইরে আশ্রয় নিতে হতো।

তরজা-বিতর্ক উপভোগ করছে অন্য বিরোধী দলগুলি।

আরও পড়ুন-বিজেপি বিরোধিতা নিয়ে আজ প্রতিযোগিতা বিমল-বিনয়ের, কিশোর সাহার কলম

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version