কোলে নিয়ে ছেলেকে খাওয়ালেন হার্দিক, মন কেড়েছে নেটিজেনদের

বাড়িতে ফিরে একেবারে বাবার কর্তব্য পালনে দেখা গেল ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে(Hardik Pandya)। চলতি ভারত-অস্ট্রেলিয়া( India vs Australia ) টি-২০ সিরিজে দুরন্ত জয় পায় ভারত (India)। সেই জয়ের অন‍্যতম কারিগর ছিলেন হার্দিক (Hardik Pandya। সেই সিরিজে সেরা হওয়ার তাঁর ছেলেকে যে মিস করছেন, সে কথা শোনা যায় তাঁর গলায়। তাই বাড়ি ফিরে একেবারে অন‍্য ভূমিকায় হার্দিক।

সীমিত ওভারের ক্রিকেটের পরেই à§§à§­ তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। টেস্ট দলে সুযোগ পাননি হার্দিক । তাই দেশে ফিরে এসেছেন তিনি। আর দেশে ফিরে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের(India) এই অলরাউন্ডার ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করেন হার্দিক। এদিন তিনি নিজের টুইটার হ‍্যান্ডেলে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, তিনি খায়িয়ে দিচ্ছেন তার ছোট্ট ছেলেকে। সেখানে হার্দিক লেখেন,” দেশের হয়ে কর্তব্য পালনের পর এবার বাবার কর্তব্য পালন করছি। যা পোস্ট করতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় স‍্যোশাল মিডিয়ায়। হার্দিকে এই পোস্টে মন কেড়েছে নেটিজেনদেরও।

আরও পড়ুন:ওপেনার হিসাবে ময়ঙ্কের পাশে শুভমনকে দেখতে চান বেঙ্গসরকর