উমরানের আসায় আত্মবিশ্বাসী নাইট শিবির, পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন তিনি?

শনিবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। শেষ দুটো ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(kkr)। প্রতিপক্ষ এবার শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) পঞ্জাব। তার আগেই খানিকটা স্বস্তি নাইট শিবিরে। চোট সারিয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন উমরান মালিক(Umran Malik)। যদিও পঞ্জাবের বিরুদ্ধে তাঁকে নামিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনও ইঙ্গিত নাইট শিবিরের তরফে পাওয়া যায়নি।

এবারের আইপিএলে নাইট রাইডার্সের বোলিংয়ের থেকেও এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় হল ব্যাটিং। শেষ দুটো ম্যাচেই সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর। শোনাযাচ্ছে সেই ম্যাচে নামার আগেই উমরান মালিক নাকি কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন।

আইপিএলের মঞ্চে গতবার একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি উমরান(Ymran Malik)। নিলাম থেকে এই কাশ্মিরি পেসারকে ৭৫ লক্ষ টাকায় দলে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও চোটের কারণে তিনি আইপিএলের প্রথম দিকের ম্যাচ গুলোতে নাইট রাইডার্সের জার্সিতে নামতে পারেননি। তবে এখন নাকি চোট সারিয়ে পুরোপুরি সুস্থ উমরান মালিক।

ইতিমধ্যে নাকি কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগও দিয়ে দিয়েছেন তিনি। শোনাযাচ্ছে চোট মুক্তির ছাড়পত্র পাওয়ার পরই আর যোগ দিতে দেরি করেননি। ইডেন গার্ডেন্সে ম্যাচ। সেখানে তাঁকে খেলানোর পরিকল্পনা নাইট রাইডার্স করে কিনা সেটাই এখন দেখার।