Wednesday, August 20, 2025

উমরানের আসায় আত্মবিশ্বাসী নাইট শিবির, পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন তিনি?

Date:

শনিবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। শেষ দুটো ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(kkr)। প্রতিপক্ষ এবার শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) পঞ্জাব। তার আগেই খানিকটা স্বস্তি নাইট শিবিরে। চোট সারিয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন উমরান মালিক(Umran Malik)। যদিও পঞ্জাবের বিরুদ্ধে তাঁকে নামিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনও ইঙ্গিত নাইট শিবিরের তরফে পাওয়া যায়নি।

এবারের আইপিএলে নাইট রাইডার্সের বোলিংয়ের থেকেও এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় হল ব্যাটিং। শেষ দুটো ম্যাচেই সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর। শোনাযাচ্ছে সেই ম্যাচে নামার আগেই উমরান মালিক নাকি কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন।

আইপিএলের মঞ্চে গতবার একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি উমরান(Ymran Malik)। নিলাম থেকে এই কাশ্মিরি পেসারকে ৭৫ লক্ষ টাকায় দলে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও চোটের কারণে তিনি আইপিএলের প্রথম দিকের ম্যাচ গুলোতে নাইট রাইডার্সের জার্সিতে নামতে পারেননি। তবে এখন নাকি চোট সারিয়ে পুরোপুরি সুস্থ উমরান মালিক।

ইতিমধ্যে নাকি কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগও দিয়ে দিয়েছেন তিনি। শোনাযাচ্ছে চোট মুক্তির ছাড়পত্র পাওয়ার পরই আর যোগ দিতে দেরি করেননি। ইডেন গার্ডেন্সে ম্যাচ। সেখানে তাঁকে খেলানোর পরিকল্পনা নাইট রাইডার্স করে কিনা সেটাই এখন দেখার।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version