Wednesday, December 17, 2025

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

Date:

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে হেনস্থার শিকার তৃণমূলের (TMC) ২ মহিলা সাংসদ। অভিযোগ শতাব্দী রায় (Shatabdi Ray) ও মিতালি বাগ (Mitali Bag)কে ধাক্কা দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও BJP সাংসদ রভনীত বিট্টু। এর প্রতিবাদে সংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দেন মিতালি।

কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫- বুধবার লোকসভায় এই তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ওই সংশোধন অনুযায়ী, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।

তৃণমূল-সহ বিরোধী শিবির বিলটির তীব্র বিরোধিতা করে। বিরোধী জোটের বক্তব্য, এটা অবিজেপিশাসিত নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত। বিল পেশের পরেই বিরোধীদের প্রতিবাদে তুমুল হৈহট্টগোল শুরু হয় সংসদে। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী ও মিতালি বাগ ধাক্কা দেওয়া হয়। মিতালি বাগের অভিযোগ, কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর তাঁদের ধাক্কা দেন। এটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা। বলেন, “আমাদের সঙ্গে হিংস্র বাঘের মত আচরণ করেছে বিজেপি সাংসদরা৷ গায়ে হাত দিয়ে আক্রমণ করেছে ওরা৷ হাতে আঁচড়ে দিয়েছে৷ দু হাত দিয়ে নিশানা করেছে আমাদের৷ শতাব্দী দিকেও গায়ে হাত দিয়ে অত্যাচার করেছে৷ এত নোংরা কোনও জনপ্রতিনিধি হতে পারেন, এটা ভাবনার বাইরে ছিল৷” বিজেপির মহিলা বিদ্বেষের এক উদাহরণ বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version