Saturday, November 1, 2025

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

Date:

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে হেনস্থার শিকার তৃণমূলের (TMC) ২ মহিলা সাংসদ। অভিযোগ শতাব্দী রায় (Shatabdi Ray) ও মিতালি বাগ (Mitali Bag)কে ধাক্কা দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও BJP সাংসদ রভনীত বিট্টু। এর প্রতিবাদে সংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দেন মিতালি।

কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫- বুধবার লোকসভায় এই তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ওই সংশোধন অনুযায়ী, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।

তৃণমূল-সহ বিরোধী শিবির বিলটির তীব্র বিরোধিতা করে। বিরোধী জোটের বক্তব্য, এটা অবিজেপিশাসিত নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত। বিল পেশের পরেই বিরোধীদের প্রতিবাদে তুমুল হৈহট্টগোল শুরু হয় সংসদে। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী ও মিতালি বাগ ধাক্কা দেওয়া হয়। মিতালি বাগের অভিযোগ, কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর তাঁদের ধাক্কা দেন। এটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা। বলেন, “আমাদের সঙ্গে হিংস্র বাঘের মত আচরণ করেছে বিজেপি সাংসদরা৷ গায়ে হাত দিয়ে আক্রমণ করেছে ওরা৷ হাতে আঁচড়ে দিয়েছে৷ দু হাত দিয়ে নিশানা করেছে আমাদের৷ শতাব্দী দিকেও গায়ে হাত দিয়ে অত্যাচার করেছে৷ এত নোংরা কোনও জনপ্রতিনিধি হতে পারেন, এটা ভাবনার বাইরে ছিল৷” বিজেপির মহিলা বিদ্বেষের এক উদাহরণ বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version