Sunday, August 24, 2025

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

Date:

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে হেনস্থার শিকার তৃণমূলের (TMC) ২ মহিলা সাংসদ। অভিযোগ শতাব্দী রায় (Shatabdi Ray) ও মিতালি বাগ (Mitali Bag)কে ধাক্কা দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও BJP সাংসদ রভনীত বিট্টু। এর প্রতিবাদে সংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দেন মিতালি।

কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫- বুধবার লোকসভায় এই তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ওই সংশোধন অনুযায়ী, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।

তৃণমূল-সহ বিরোধী শিবির বিলটির তীব্র বিরোধিতা করে। বিরোধী জোটের বক্তব্য, এটা অবিজেপিশাসিত নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত। বিল পেশের পরেই বিরোধীদের প্রতিবাদে তুমুল হৈহট্টগোল শুরু হয় সংসদে। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী ও মিতালি বাগ ধাক্কা দেওয়া হয়। মিতালি বাগের অভিযোগ, কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর তাঁদের ধাক্কা দেন। এটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা। বলেন, “আমাদের সঙ্গে হিংস্র বাঘের মত আচরণ করেছে বিজেপি সাংসদরা৷ গায়ে হাত দিয়ে আক্রমণ করেছে ওরা৷ হাতে আঁচড়ে দিয়েছে৷ দু হাত দিয়ে নিশানা করেছে আমাদের৷ শতাব্দী দিকেও গায়ে হাত দিয়ে অত্যাচার করেছে৷ এত নোংরা কোনও জনপ্রতিনিধি হতে পারেন, এটা ভাবনার বাইরে ছিল৷” বিজেপির মহিলা বিদ্বেষের এক উদাহরণ বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version