Saturday, August 23, 2025

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

Date:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে দাঁড়িয়ে পড়ার পরে এবার শালীনতার সীমাও অতিক্রম করলেন আর জি করের নির্যাতিতার বাবা। নোটিশ (notice) পাঠিয়ে সেই কুরুচিকর মন্তব্যের উত্তর না পেয়ে এবার আদালতের দ্বারস্থ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ব্যাঙ্কশাল কোর্টে অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির (defamation) মামলা দায়ের করেন কুণাল ঘোষ।

দিল্লি অভিযান থেকে নবান্ন অভিযানের মতো কর্মসূচি ডেকে বারবার রাজ্য সরকারকে বিপাকে ফেলার চেষ্টা চালিয়ে গিয়েছেন মৃত চিকিৎসকের বাবা-মা। সব চেষ্টা ব্যর্থ হওয়ার পরে অবশেষে কুৎসার রাজনীতিতে অভয়ার বাবা। অভিযোগ তোলেন, রাজ্য সরকার সিবিআই-এর সঙ্গে যোগসাজশে তদন্ত প্রভাবিত করছে। সেই সঙ্গে সরাসরি কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, সিবিআই-এর (CBI) সঙ্গে সেটিং করে এই মামলাকে প্রভাবিত করেছেন। এমনকি অভিযোগ করেন, টাকার বিনিময়ে সিবিআইয়ের সঙ্গে অভয়ার কাণ্ডের তদন্ত নিয়ে দুর্নীতি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

এই বক্তব্যের পরই মৃত চিকিৎসকের পরিবারকে আইনি নোটিশ পাঠান কুণাল ঘোষ। দাবি করা হয়, অভয়ার বাবা-মায়ের প্রতি সহানুভূতি থাকলেও ওনাদের যা মুখে আসবে তা বলে যেতে পারেন না। যে বক্তব্য পেশ করা হয়েছে তার জন্য ক্ষমা চাওয়ার দাবি করা হয়। চারদিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন তিনি।

আরও পড়ুন: JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

চারদিনের পরেও নির্যাতিতা চিকিৎসকের পরিবার কোনও উত্তর না দেওয়ায় এবার আদালতের দ্বারস্থ কুণাল ঘোষ। কীসের ভিত্তিতে এই মন্তব্য করেছিলেন তিনি, তা প্রমাণ পেশ করার দাবি জানানো হয়। ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা দায়ের করেন কুণাল ঘোষ।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version