Thursday, August 21, 2025

‘যখন অর্ধেক ভারত অনাহারে তখন কার সুরক্ষায় নতুন সংসদ?’ মোদিকে প্রশ্ন কমলের

Date:

মারণ করোনা ভাইরাস(Coronavirus) গোটা দেশের অর্থনীতিকে কার্যত পঙ্গু করে দিয়েছে। চাকরি গিয়েছে লক্ষ লক্ষ মানুষের। খালি পেটের সংখ্যাটাও নেহাত কম নয়। এহেন পরিস্থিতিতে মাঝেই প্রায় হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করছে মোদি সরকার। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এহেন পরিস্থিতির মাঝেই এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন মক্কাল নিধি মইয়াম(MNM) রাজনৈতিক দলের প্রধান কামল হাসান(Kamal Hassan)। তাঁর প্রশ্ন, ‘অর্ধেক ভারত যখন অনাহারে তখন নতুন এই সংসদ ভবনের(New Parliament) কী প্রয়োজন?’

রবিবার এক টুইটে কমল হাসান লেখেন, ‘কার সুরক্ষার জন্য ১০০০ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মাণ করা হচ্ছে। যখন করোনা ভাইরাসের মত মহামারীর কারণে স্তব্ধ জনজীবন। বহু মানুষ চাকরি খুইয়েছেন। অর্ধেক দেশ অনাহারে রয়েছে। জবাব দিন মাননীয় প্রধানমন্ত্রী।’ তবে এখানেই থেমে থাকেননি দক্ষিণের এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। চিনের প্রাচীরের সঙ্গে ভারতের নয় এই সংসদ ভবনের তুলনা টেনে কমল হাসান আরও লেখেন, ‘চিনের প্রাচীর যখন তৈরি করা হচ্ছিল তখন চিনে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল। তখন সেখানকার শাসকের দাবি ছিল মানুষকে বাঁচাতে এই প্রাচীর তৈরি করা হচ্ছে। না জনগণকে কার থেকে বাঁচাতে এই ১০০০ কোটির সংসদ ভবন তৈরি করছেন?’

আরও পড়ুন:নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করলেন মমতা

প্রসঙ্গত, ৯৭১ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি পরিকল্পনা শুরু করেছে সরকার। তবে মহামারী পরিস্থিতিতে সরকারের এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধিরা। তাদের প্রশ্ন করোনার জেরে বিধ্বস্ত অর্থনীতির ওপর নতুন করে এই চাপ কেন? যদিও সে সবের তোয়াক্কা না করেই সম্প্রতি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষের আগেই এই ভবন সম্পন্ন হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version