Wednesday, November 19, 2025

শান্তিনিকেতনে বন্ধ পৌষমেলা, ভার্চুয়ালে প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

সুব্রহ্মমন্যম স্বামী যতই রবীন্দ্রনাথ রচিত জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলুন না কেন, আগামী বিধানসভা নির্বাচনে বাঙালী আবেগকেই হাতিয়ার করে এগোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর বিশ্বভারতীর ( Visvabharati) বর্ষপূর্তির অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় যোগ আরও একবার সেকথা বুঝিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবারই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির (Covid 19) কারণে এই বছর শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষ মেলার (Pous Mela) আয়োজন হবে না। আগামী বছর, বিশ্বভারতীর শতবর্ষ পূর্ণ হবে। তার আগে আগামী ২৪ ডিসেম্বর, বর্ষপূর্তির অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এই বিষয়ে বিশদে আলোচনার জন্য রবিবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaywargiya) ও অনুপম হাজরা (Anupam Hazra)। সূত্রের খবর, তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশ্বভারতীর মেলা মাঠের পাঁচিল ভাঙার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। যদিও এবিষয়ে সাংবাদিকদের কিছু জানাতে রাজি হয়নি কোনও পক্ষই। তবে শিক্ষার মান নিয়ে দুজনেই প্রশ্ন তুলেছেন। বর্তমান রাজ্য সরকারের আমলে তা একেবারেই তলানিতে ঢেকছে বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক।

আরও পড়ুন : শান্তিনিকেতনে এবছর পৌষ মেলা হচ্ছে না, জানিয়ে দিল বিশ্বভারতী

প্রসঙ্গত, বিশ্বভারতীর পাঁচিল ভাঙা নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সমস্যা বাধে বিশ্বভারতী কর্তৃপক্ষের। নিরাপত্তার কারণ সাময়িকভাবে বন্ধ করা হয় বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের এই ঝামেলাটাকেই কাজে লাগিয়েই ভোট টানতে চাইছে গেরুয়া শিবির। আর সেই কারণেই, বিধানসভা নির্বাচনের আগে বাঙালি আবেগটাকে একটু উস্কে দিতে চাইছে তারা।

বিশ্বভারতী সূত্রে জানা গেছে, ৭ পৌষ রীতি মেনে শুরু হবে পৌষ উৎসব। ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে প্রতিষ্ঠা দিবস। সেই দিনেই সূচনা হবে বিশ্বভারতীর শতবর্ষ উৎযাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar), কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক-সহ শিক্ষাবিদ এবং বিশিষ্টেরা।

spot_img

Related articles

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার...

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু...

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...