Thursday, November 13, 2025

রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে শুভেন্দু অধিকারীকে নিয়ে । কারণটা কাউকে বোঝানোর দরকার নেই। বেশ কয়েক সপ্তাহ ধরে আদৌ প্রাক্তন পরিবহণমন্ত্রী কোন দলে যোগদান করবেন, নাকি নিজের দলের প্রতি আস্থা রেখে থেকে যাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে এ কী বলে বসলেন তাঁর ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডা? আনুগত্য দেখাতে গিয়ে একেবারে তাকে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর আসনে!
তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু অধিকারীকেই বাংলার দরকার। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতি সরগরম।২০২১ নির্বাচনের আগে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করে রীতিমতো বিতর্ক তৈরি করেছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক।
তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকেই চাইছে বাংলার মানুষ।
তার এই মন্তব্য যে নিছক মনগড়া নয় তা তাঁর বক্তব্যেই স্পষ্ট। তিনি বলেছেন, মেদিনীপুরের ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারীকেই বাংলার দরকার।
শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা আরও বলেন, ত্যাগ বলতে গেরুয়া। তাঁর এই মন্তব্য ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে । কখনও তাঁর অনুগামীরা পৃথক কার্যালয় খুলছেন। সবুজ-রঙা কার্যালয়ে নীল-সাদা গালিচা পাতছেন। আবার ঘনিষ্ঠরা ত্যাগের প্রতীক নিয়ে রাজনীতি করছেন।
এমনকি শুভেন্দুকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে গিয়ে তিনি দলের নেত্রীকেও ছেড়ে কথা বলেননি ।
তিনি বলেন, দিদির সব কিছুই ঢপ। দিদির স্বাস্থ্যসাথীও ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে, তা শোধ হবে না ঢাকা দিলেও। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকারীকেই দরকার।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version