“জন গণ” বাদ? কী বললেন সুখেন্দুশেখর?

উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভিডিও বৈঠকের ছবির পেছনে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি! রাম মন্দিরের ছবি দিলেই তো পারতেন। সারা পৃথিবীর কাছে হিন্দু রাষ্ট্রের প্রতীক তুলে ধরা যেত। এখন ওরা এবার দাবি তুলছে, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। কারণ, সিন্ধু নদের উল্লেখ আছে। গানটি লেখা হয়েছিল ১৯১১ সালে। তখন দেশভাগ হয়নি। তাছাড়া ঐতিহাসিকদের মতে, ভারতীয় সমাজব্যবস্হা তো সিন্ধু সভ্যতারই অবদান। আসলে নানাভাবে বাংলার ওপর হামলা শুরু হয়েছে। জাতীয় সঙ্গীতের ওপর আক্রমণ মানে বাঙালী গৌরব ও জাতীয় চেতনার মূলে কঠোরতম আঘাত। সুখেন্দুশেখর রায়, জাতীয় মুখপাত্র ও মুখ্য সচেতক, তৃনমূল সংসদীয় দল(রাজ্যসভা)