Monday, November 10, 2025

রামদেবের মন্তব্য আত্মপক্ষ সমর্থনযোগ্য নয়! ভিডিও সরাচ্ছে যোগগুরু

Date:

বারবার শীর্ষ আদালতে ভর্ৎসিত হওয়ার পরও একটুও বদলাননি যোগগুরু রামদেব (Ramdev)। ফের একবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে অন্য়ের জিনিসের বিক্রি কমিয়ে নিজের প্রোডাক্টের বাজার ধরার চেষ্টায় ছিলেন রামদেব। এবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) চরম ভর্ৎসিত তার ভিডিও। রুহ আফজা (Rooh Afza) নিয়ে করা ভিডিও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি আদালতে দিতে বাধ্য হলেন রামদেবের আইনজীবী।

সম্প্রতি পতঞ্জলি (Patanjali) ফুডস-এর সরবত প্রচারের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বাবা রামদেব ‘সরবত জেহাদ’ শব্দ ব্যবহার করে মন্তব্য করেন, যে এক বিশেষ কোম্পানি শরবত বিক্রির টাকায় মসজিদ এবং মাদ্রাসা করছে। এরপরেই মানহানির মামলা দায়ের করে ‘হামদর্দ ল্যাবরেটরিজ’। তাদের বক্তব্য ‘হামদর্দ ল্যাবরেটরি-এর বানানো রুহ আফজা পানীয়কে নিশানা করেই মন্তব্য করেছেন রামদেব। যদিও আদালতে রামদেব শুক্রবার তার মন্তব্যের পক্ষে সাফাই গেয়ে বলেন, তিনি কোনও ব্র্যান্ড (brand), ব্যক্তি বা সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি।

মামলাকারী হামদর্দ তাদের আবেদনে রামদেবের বিরুদ্ধে আইনি নিষেধাজ্ঞা এবং ক্ষতিপূরণের দাবি করেছে। তাঁদের দাবি, রূহ আফজা (Rooh Afza) কেবল একটি বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ, যা সকল সম্প্রদায়ের মানুষ গ্রহণ করেছে। রামদেবের মন্তব্য এই ঐতিহ্যকে কলঙ্কিত করেছে এবং ব্র্যান্ডের বাজার মূল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

মঙ্গলবার বিচারপতি বনসল শুনানির সময় বলেন, ‘এই ধরনের মন্তব্য শুধুমাত্র একটি ব্র্যান্ডের (brand) বিরুদ্ধে নয়, বরং এটি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা। এটি আদালতের বিবেককে (conscience) গভীরভাবে আঘাত করে। এই বক্তব্যের সমর্থনে কোনও যুক্তিই গ্রাহ্য হয় না।

বিচারক রামদেবের মন্তব্য শোনার পর জানিয়েছেন , “ভিডিওটি দেখে আমি নিজের কান এবং চোখকে বিশ্বাস করতে পারছি না।” এরপরেই দ্রুত ভিডিও গুলিকে মুছে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version