Thursday, August 21, 2025

সংসদের উপরে কিছু নয়: নিশিকান্তর পরে ‘বিতর্কিত’ উপরাষ্ট্রপতি ধনকড়!

Date:

বিচার ব্যবস্থার উপরে সংসদকে তুলে ধরার খেলায় মত্ত বিজেপি। দেশের সংবিধানকে যে বিজেপি কোনওদিন স্বীকৃতি দেয়নি, এবার সেই সংবিধানকে তুলে ধরার প্রশ্ন তুলে শীর্ষ আদালতের রায় বা বিচারকে কাঠগড়ায় তোলার পথে খোদ দেশের উপরাষ্ট্রপতি (Vice-president of India)। রাষ্ট্রপতিকে নিয়ে করা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রকাশ্য়ে সমালোচনায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। দেশের তিন স্তম্ভকে প্রতিযোগিতার আসনে নামিয়ে আনার খেলায় এবার সংসদকেই (Parliament) ‘সুপ্রিম’ দাবি ধনকড়ের।

সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করেন, যদি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে নির্দেশ দেয় তবে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বা বিধানসভার কোনও প্রয়োজন নেই। এবার ধনকড়ের দাবি, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সংবিধান (Constitution) নাগরিকদের জন্য। তাকে রক্ষা করার আধার নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের উপাদান কী হবে তা নিশ্চিত করার শেষ সিদ্ধান্ত গ্রহণকারী।

সেই সঙ্গে তিনি দাবি করেন, সংবিধানেও (Constitution) এমন কোনও উল্লেখ নেই যে সংসদের (Parliament) উপরে কোনও উচ্চতর ক্ষমতা রয়েছে। বিজেপি শাসিত কেন্দ্রের সরকার প্রথমে নিশিকান্তর বক্তব্যে কোনও পদক্ষেপ না নিয়ে প্রমাণ করে দিয়েছিল, রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া নিয়ে তারা কোন পথে হাঁটছে। এবার খোদ দেশের উপরাষ্ট্রপতি স্পষ্ট করেদিলের বিজেপির অবস্থান। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে আসা রাষ্ট্রপতির ঊর্ধ্বে কেউ নয়, এটা স্পষ্ট করতে গিয়ে শীর্ষ আদালতের নির্দেশের অবমাননা করে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করে দিতে চাইলেন।

তবে জগদীপ ধনকড় এই প্রথমবার নয়, এর আগেও দেশের শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার একদিকে ওয়াকফ আইন, অন্যদিকে রাজ্যের ক্ষমতায়নে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে নির্দেশে সুপ্রিম কোর্ট যেভাবে বিজেপির কেন্দ্রের সরকারকে কোণঠাসা করেছে, তাতে ধনকড় আবারও উপরাষ্ট্রপতি হয়ে প্রকাশ্যে বিচার ব্যবস্থার সমালোচনায়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version