Monday, November 10, 2025

কাশ্মীরে ৮৫,০০০ বহিরাগত! হামলার দায় স্বীকার জঙ্গীদের, শোক রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

কাশ্মীরে ৩৭০ বিলোপই কী জঙ্গি হামলা উসকে দিয়েছে? হামলার দায় স্বীকার করে যে জঙ্গিগোষ্ঠী নিজেদের পরিচয় প্রকাশ করেছে, তারা কাশ্মীরের জমিতে বহিরাগতদের ঘাঁটি গাড়ার অভিযোগ তুলেছে। কাশ্মীরের নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে ঢাক বাজানো অমিত শাহ (Amit Shah) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পরেই পৌঁছে গিয়েছেন জম্মু ও কাশ্মীরে। তবে কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বিলোপ নিয়ে স্থানীয়দের যে অসন্তোষের দাবি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) জানিয়ে আসছিলেন, সেই দাবি যে ন্যায্য তা হামলার ঘটনায় আবারও প্রমাণিত। এমনকি হামলাকারীরা দাবি করেছে, যে বহিরাগতরা বেআইনিভাবে বসতি গড়েছে তাদের উপরও হামলা চালানো হবে। নিরীহ মানুষদের খুনে অপরাধীদের রেহাই দেওয়া হবে না বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পহেলগামে (Pahalgam) পর্যটকদের উপর হামলার ঘটনার কয়েক ঘণ্টা পরেই দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্ট্যান্স নামে অখ্যাত একটি গোষ্ঠী। তাদের দাবি, কাশ্মীরে (Jammu and Kashmir) ৮৫ হাজার বহিরাগত এসে ঘাঁটি গেড়েছে। এর ফলে কাশ্মীরের জনসংখ্য়াগত বিরাট পরিবর্তন এসেছে। ক্রমশ এই হামলা যারা বেআইনিভাবে আস্তানা গেড়েছে তাদের উপর যাবে। কাশ্মীর প্রশাসন দাবি করেছে গত দুবছরে গোটা জম্মু ও কাশ্মীরে অধিবাসী হয়েছেন ৮৪ হাজার বহিরাগত।

অসমর্থিত সূত্রে এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্য়ে একজন ইজরায়েলের (Israel) ও একজন ইতালির (Italy) বাসিন্দা রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারই কাশ্মীর পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা মর্মান্তিক এবং বেদনাদায়ক। এটি একটি কাপুরুষোচিত এবং অমানবিক কাজ যার নিন্দা করা উচিত। নিরীহ নাগরিকদের, পর্যটকদের উপর আক্রমণ করা অত্যন্ত ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া মোদি সরকার মৃত্যুর পরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান করা হচ্ছে। এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে…তাদের রেহাই দেওয়া হবে না! তাদের অশুভ উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ঘটনায় কেন্দ্রের সরকারের পদক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় জানান, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই হিংসা সম্পূর্ণ নিন্দনীয় এবং শাস্তির আওতায় নিয়ে আসা উচিত।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version