Monday, November 10, 2025

ভারতে হামলার চালাতে মালয়েশিয়া থেকে ফান্ডিং, RAW-এর অনুসন্ধানে জাকির যোগ

Date:

ভারতের মাটিতে বড়সড় জঙ্গি হামলার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে একাধিক জঙ্গি সংগঠন। তাদের পরিকল্পনা ব্যর্থ করতে সদা তৎপর ভারতীয় গোয়েন্দা বিভাগ। এহেন সময়েই ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র'(RAW)-এর হাতে উঠে এলো চমকপ্রদ তথ্য। সম্প্রতি মালয়েশিয়ার একটি সংগঠনের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা। যেখানে দেখা গিয়েছে ভারতে হামলা চালাতে মালয়েশিয়া(Malaysia) থেকে ২ লক্ষ ডলার পাঠানো হয়েছে। কুয়ালালামপুর(Kualalumpur) থেকে পাঠানো এই লেনদেনের সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা নেতা মহম্মদ নাসির এবং ভারতের হিট লিস্টে থাকা জঙ্গি সমর্থক জাকির নায়েকের (Zakir Naik)।

সূত্রের খবর মালয়েশিয়ার এই সন্দেহজনক সংগঠন মায়ানমারের একজন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে হামলা চালানোর জন্য। তথ্য বলছে, ওই মহিলাকে হামলাকারীদের নেতৃত্বে রাখা হয়েছে। সংবাদমাধ্যম ‘আজতক’ সূত্রে জানা গিয়েছে, এই সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই চেন্নাইয়ের এক হাওয়ালা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। যে ওই বিপুল পরিমাণ টাকার লেনদেন করেছিল। দাবি করা হচ্ছে, জঙ্গি হামলা চালাতে নেপাল ও বাংলাদেশ সীমান্ত ধরে ভারতে প্রবেশ করতে পারে জঙ্গিরা। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে। শনিবার রাতেই দিল্লি, উত্তর প্রদেশ, বিহার পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। যেখানে বলা হয়েছে জঙ্গিরা দিল্লি, অযোধ্যা, বুদ্ধগয়া, পশ্চিমবঙ্গ এবং শ্রীনগরের বড় শহরে হামলা চালাতে পারে।

আরও পড়ুন:বিজেপি বিরোধিতা নিয়ে আজ প্রতিযোগিতা বিমল-বিনয়ের, কিশোর সাহার কলম

স্বাভাবিকভাবেই এহেন তথ্য প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। প্রসঙ্গত, সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে দীর্ঘদিন ধরেই ভারতের নজরে রয়েছে বর্তমানে মালয়েশিয়া নিবাসী জাকির নায়েক। একাধিকবার তাকে ভারতে ফেরানোর চেষ্টা হলেও বারবার ব্যর্থ হয় সেই চেষ্টা। এখানে পরিস্থিতির মাঝেই এবার বিদেশের মাটিতে বসে ভারতে হামলার ষড়যন্ত্র শুরু করল জাকির নায়েক। এই তথ্যই এদিন প্রকাশ্যে এলো ‘র'(RAW)-এর রিপোর্টে।

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version