Monday, May 5, 2025

হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ দানিশ কানেরিয়া, কটাক্ষ নিজের দেশের ক্রিকেটারদের

Date:

ফের পাক ক্রিকেটারদের কটাক্ষ দানিশ কানেরিয়ার, এবার তুলনা টানলেন ভারতীয়দের সঙ্গে।

অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি–২০ সিরিজ জয় করেছে ভারত (India)। এই জয়ের অন্যতম কারিগর অবশ্যই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁকেই সিরিজ সেরা বেছে নেওয়া হয়েছে । কিন্তু পুরস্কার নেওয়ার পর হার্দিক সেটি তুলে দেন এই সফরে অভিষেক হওয়া টি নটরাজনের (T Natarajan) হাতে। আর পুরো বিষয়টি দেখেই অভিভূত পাকিস্তানের (Pakistan) প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া (Danesh Kaneria)।
তিনি হার্দিকের প্রশংসা তো করলেনই, সেই সঙ্গে ফের একবার নিজের দেশের ক্রিকেটারদেরও কটাক্ষ করলেন। তাঁর মতে, পাক ক্রিকেটাররা প্রত্যেকেই স্বার্থপর। এই ধরনের ঘটনা কখনই পাক ক্রিকেটে দেখা যায়নি।


টি–টোয়েন্টি সিরিজে হার্দিকের পাশাপাশি নটরাজনও দুরন্ত পারফর্ম করেছেন। সেকারণে সিরিজ সেরার পুরস্কারটি নটরাজনকেই দিয়ে দেন পাণ্ডিয়া। তাঁর এই মনোভাবের প্রশংসা করেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ফ্যানরাও। সেই দলে রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়াও।
নিজের টুইটার হ্যান্ডেলে হার্দিক আর নটরাজনের একটি ছবি পোস্ট করে কানেরিয়া লেখেন, ‘‌‘এর থেকে ভাল ছবি আর হতে পারে না।‌ হার্দিক সিরিজ সেরা হয়েও নিজের পুরস্কার নটরাজনকে দিয়ে সবার মন জয়ে করে নিয়েছে। নটরাজনের মতো তরুণ বোলাররা এতে অনেকটাই খুশি এবং উদ্বুদ্ধ হবে। আমাদের দেশে কোনও খেলোয়াড় এরকম করেছে কখনও?‌ এখানে সবাই নিজেরটাই ভাবে।’‌’

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version