Sunday, May 4, 2025

মরুরাজ্যে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হলেও পুরসভা নির্বাচনে (Civic Poll) কোনওরকমে মুখরক্ষা করল কংগ্রেস। তবে এতেই যে অশোক গেহলট (Ashoke Gehlot) নেতৃত্বাধীন কংগ্রেস সরকার পুরোপুরি কণ্টকমুক্ত, তা বলা যায় না। ইতিমধ্যেই কয়েকজন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়ে রেখেছেন। সচিন পাইলটের বিদ্রোহ সামলে সরকার টিকে গেলেও গেরুয়া শিবিরের আগ্রাসী ভূমিকা গেহলটকে চিন্তায় রাখছে। পাইলট যাতে আর কোনও বেচাল না করেন সেজন্য তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে দিতে পারে কংগ্রেস (Congress)। দলের হাইকম্যান্ড চায় না মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি হোক রাজস্থানে।

রাজস্থানের ১২ টি জেলার ৫০টি পুরসভার ফলাফলে দেখা যাচ্ছে, ১,৭৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬২০ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৫৪৮টি আসন। পাশাপাশি ৫৯৫ টি আসন পেয়েছে নির্দল প্রার্থীরা। স্বাভাবিকভাবেই রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় যেভাবে উঠতে শুরু করেছিল তা থামিয়ে দিতে পেরে খানিকটা স্বস্তিতে অশোক গেহলট সরকার(Gehlot govt)।

আরও পড়ুন:রাজস্থানের পুরভোটে তৃতীয় স্থানে মোদি- শাহের দল, এক নম্বরে কংগ্রেস

সম্প্রতি রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৪ হাজার ৩৭১টি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১,৮৩৩টি আসনে জিতেছে বিজেপি (BJP)। অন্যদিকে মাত্র ১,৭১৩টি আসনে জিতেছে কংগ্রেস প্রার্থীরা। নির্দল পেয়েছিল ৪১৩ টি আসন। স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকা শাসক দলের কাছে এই ফল নিঃসন্দেহে চাপের। তবে পঞ্চায়েত নির্বাচনে রাজস্থান কংগ্রেসের করুণ দশায় স্বস্তির প্রলেপ দিল পুরসভা নির্বাচন। এখানে ৬২০ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে ৫৪৮ টি আসনের শিকে ছিড়েছে গেরুয়া শিবিরের।

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version