Wednesday, August 27, 2025

লাদাখ নিয়ে শত্রুর মোকাবিলায় সম্পূর্ণ তৈরি ভারত, কলকাতায় এসে জানালেন বিপিন রাওয়াত

Date:

“দেশের ভূখণ্ডকে ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে কোনও আপস করবে না আমাদের সেনা। স্থল, জল কিংবা আকাশসীমা, সমস্ত দিক থেকে শত্রুকে জবাব দেওয়ার জন্য তৈরি আমরা।” আজ, সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে বললেন চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত।

বছরখানেক ধরে লাদাখে সীমান্তে এক উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে তিব্বতে তৎপরতা শুরু করেছে চিনের লাল ফৌজ। বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই দাবি করে বিপিন রাওয়াত বলেন, “চিনের মোকাবিলা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ডোকালাতেও ২০১৭ সালে এই সমস্যা তৈরি করে চিন। এনিয়ে বাড়াবাড়ি হয়নি। পিএলএ সমস্যা জটিল করার চেষ্টা করছে ওরা। আমরাও ব্যবস্থা নিচ্ছি।”

চিনের পাশাপাশি কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এই প্রসঙ্গে বিপিন রাওয়াত বলেন, “আমরা যেভাবে প্রস্ততি নিয়েছি সেখানে শত্রুপক্ষ কোনও পদক্ষেও নিতে গেলে তাদের চিন্তার করতে হবে।”

শত্রুর মোকাবিলায় উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন দেখা দিচ্ছে। সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ারের সুবিধে, অসুবিধে দুটোই রয়েছে। বর্তমানে ভারতের নৌসেনার বিমান বহরের প্রয়োজন। যা নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। দেশের তিন বাহিনী যখন জুড়ে একটি ছাতারতলায় আনার ফলে দেশের প্রতিরক্ষায় অনেক শক্তি বেড়েছে বলে দাবি করেন চিফ অফ আর্মি স্টাফ।

আরও পড়ুন:পুরভোটে গেরুয়া ঠেকিয়েও নিশ্চিন্তে নেই গেহলট সরকার

একইসঙ্গে রাওয়াত জানান ভারতের সামনে অনেক প্রতিপক্ষ। তাই সেনাবাহিনীকে অনেক বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে। তাঁর কথায়, “আমরা একদিকে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছি, অন্যদিকে সমুদ্রে চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াই করেছি। এর ফলে আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছি। জলসীমার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটা করে দেখাতে পেরেছি।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version