Tuesday, November 11, 2025

পুরভোটে গেরুয়া ঠেকিয়েও নিশ্চিন্তে নেই গেহলট সরকার

Date:

মরুরাজ্যে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হলেও পুরসভা নির্বাচনে (Civic Poll) কোনওরকমে মুখরক্ষা করল কংগ্রেস। তবে এতেই যে অশোক গেহলট (Ashoke Gehlot) নেতৃত্বাধীন কংগ্রেস সরকার পুরোপুরি কণ্টকমুক্ত, তা বলা যায় না। ইতিমধ্যেই কয়েকজন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়ে রেখেছেন। সচিন পাইলটের বিদ্রোহ সামলে সরকার টিকে গেলেও গেরুয়া শিবিরের আগ্রাসী ভূমিকা গেহলটকে চিন্তায় রাখছে। পাইলট যাতে আর কোনও বেচাল না করেন সেজন্য তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে দিতে পারে কংগ্রেস (Congress)। দলের হাইকম্যান্ড চায় না মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি হোক রাজস্থানে।

রাজস্থানের ১২ টি জেলার ৫০টি পুরসভার ফলাফলে দেখা যাচ্ছে, ১,৭৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬২০ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৫৪৮টি আসন। পাশাপাশি ৫৯৫ টি আসন পেয়েছে নির্দল প্রার্থীরা। স্বাভাবিকভাবেই রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় যেভাবে উঠতে শুরু করেছিল তা থামিয়ে দিতে পেরে খানিকটা স্বস্তিতে অশোক গেহলট সরকার(Gehlot govt)।

আরও পড়ুন:রাজস্থানের পুরভোটে তৃতীয় স্থানে মোদি- শাহের দল, এক নম্বরে কংগ্রেস

সম্প্রতি রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৪ হাজার ৩৭১টি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১,৮৩৩টি আসনে জিতেছে বিজেপি (BJP)। অন্যদিকে মাত্র ১,৭১৩টি আসনে জিতেছে কংগ্রেস প্রার্থীরা। নির্দল পেয়েছিল ৪১৩ টি আসন। স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকা শাসক দলের কাছে এই ফল নিঃসন্দেহে চাপের। তবে পঞ্চায়েত নির্বাচনে রাজস্থান কংগ্রেসের করুণ দশায় স্বস্তির প্রলেপ দিল পুরসভা নির্বাচন। এখানে ৬২০ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে ৫৪৮ টি আসনের শিকে ছিড়েছে গেরুয়া শিবিরের।

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version