Tuesday, August 12, 2025

বিশ্ব জুড়ে কয়েকশো করোনা টিকার ট্রায়াল চলছে। আজ না হয় কাল এসে যাবে কোভিড টিকা। কিন্তু এই টিকার উপাদান নিয়ে চিন্তিত বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (World Anti-Doping Agency)। তাদের প্রশ্ন, খেলোয়াড়রা করোনার টিকা নিলে কি কোনোভাবে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হবেন?

WADA একাধিক ডোপ বিরোধী সংস্থাকে বলেছে, কোভিডের টিকার মধ্যে কোনও নিষিদ্ধ ড্রাগ রয়েছে কিনা, তা ভালো করে পরীক্ষা করে নিতে। WADA জানিয়েছে, এখনই ভ্যাকসিনের উপাদান নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে এই টিকার মধ্যে খেলাধুলোয় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

ওষুধ প্রস্তুতকারী বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছে WADA। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিকাল ম্যানুফ্যাকচারার্সের কর্তাদের সঙ্গেও যোগাযোগ রেখেছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি।

ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আমরা সবসময় কোভিডের টিকা নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এই টিকা নিলে ডোপিংয়ের আওতায় খেলোয়াড়দের পড়তে হবে কিনা, সে বিষয়ে ভাবনা-চিন্তা করছি। এমন হতেই পারে, করোনার টিকা নিলে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হচ্ছে খেলোয়াড়রা। তবে অ্যাথলিটরা নিশ্চিন্ত থাকতে পারেন। WADA এ ব্যাপারে তাদের সব জানিয়ে দেবে। আমরা চাই না করোনার টিকা ও ডোপ বিরোধী আইনের মধ্যে কোনও মতবিরোধ হোক।”

WADA চায় এমন অতিমারির সময় করোনার টিকা বাজারে এলে তা যেন অ্যাথলিটরা নেয়। কারণ, খেলোয়াড়দের স্বাস্থ্য WADA-র কাছেও অগ্রাধিকার পাচ্ছে।

আরও পড়ুন : ‘শিখদের সঙ্গে মোদির সুসম্পর্ক’, কৃষক আন্দোলনের মাঝেই দু’কোটি ই-মেইল রেলের

 

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version