একুশের ভোটে লড়বে মিম, ওয়েসির সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের নেতা জামিরুল

সম্প্রতি বিহার নির্বাচনে (Bihar Assembly Election) অপ্রত্যাশিত ভালো ফলাফল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলেমিন(AIMIM) বা মিম রাজনৈতিকভাবে বাড়তি অক্সিজেন সঞ্চয় করেছে। আত্মবিশ্বাসী মিম
প্রধান আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi)।
দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এবার তাদের লক্ষ্য বাংলায় কিছু করে দেখানোর। আর সেই লক্ষ্যেই একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করবে তাঁর দল মিম।

বাংলায় যাতে নিজেদের সংগঠনকে প্রস্তুত করে ভোট লড়া যায়, সেই লক্ষ্যেই হায়দরাবাদ থেকে আসাদউদ্দিন ওয়েসি-সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলায় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হুসেন।

সম্প্রতি মিমের বেশ কয়েকজন নেতা ও যুব সংগঠনের সদস্যরা দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলে যোগদান করেছে। এ প্রসঙ্গে জামিরুল বিশেষ কোনও মন্তব্য না করলেও বাংলায় বিধানসভা নির্বাচনে মিম যে লড়াই করবে সেটা তিনি স্পষ্ট করেছেন।

জামিরুল হোসেনের কথায়, “দলের প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলায় লড়ার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এখানকার পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। অনেক আসনেই প্রার্থী দেবে মিম। অন্যান্য রাজ্যের নেতারা বাংলায় প্রচারে আসবেন।”

আরও পড়ুন-গোয়া পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়, ভরাডুবি কংগ্রেসের

Previous articleআজ থেকে বাড়ির আইসিইউতেই থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য
Next articleমালদহে সায়ন্তনকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, কর্মসূচি বাতিল করলেন বিজেপি নেতা