Monday, August 25, 2025

বিভাজনের রাজনীতি করা বিজেপিই আসলে টুকরে টুকরে গ্যাং, তোপ আকালি নেতার

Date:

“বিজেপি দলটাই আসলে টুকরে টুকরে গ্যাং। সারাক্ষণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। কৃষকদেরও এবার দেশবিরোধী জঙ্গি প্রমাণ করতে নেমেছে।” প্রাক্তন এনডিএ শরিক আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল ( Shukhbir Singh Badal) এভাবেই তোপ দাগলেন বিজেপিকে (Bjp)। গেরুয়া শিবিরের সবচেয়ে পুরনো জোট শরিক আকালি (Akali) দল কৃষি আইনের প্রতিবাদে এনডিএ (NDA) ছেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন হরসীমরত কাউর। কৃষি আইনের (farm law) প্রতিবাদ জানিয়ে পদ্মবিভূষণ ফিরিয়ে দিয়েছেন আকালি দলের প্রতিষ্ঠাতা প্রকাশ সিং বাদল। স্বয়ং নরেন্দ্র মোদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও ক্ষোভ কমেনি আকালি দলের। উল্টে এবার কৃষকদের ভাবমূর্তি খারাপের চেষ্টার অভিযোগ তুলে বিজেপিকেই টুকরে টুকরে গ্যাং বলে খোঁচা দিলেন আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। ভারতীয় রাজনীতিতে বিজেপি নেতাদের আমদানি করা শব্দবন্ধ দিয়েই প্রাক্তন জোটসঙ্গী দলকে বিঁধলেন শিরোমণি অকালি দলের (shiromoni akali dal) নেতা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দেশে বিজেপিই আসল টুকরে-টুকরে গ্যাং। হিন্দু-মুসলিম-শিখরা এতদিন ধরে এই দেশে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মের বিষ ছড়িয়ে সেই সম্প্রীতি নষ্ট করে দিয়েছে বিজেপি। হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে, শিখদের হিন্দুদের বিরুদ্ধে, মুসলিমদের শিখদের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। দেশের অখণ্ডতাকে টুকরো-টুকরো করে দিচ্ছে যারা, আজ তারাই নির্লজ্জের মত অন্যদের ‘টুকরে-টুকরে গ্যাং’ বলে আক্রমণ করছে।”

প্রসঙ্গত, গত কুড়ি দিন ধরে চলা দিল্লির কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করতে আসরে নেমেছেন বিজেপি নেতারা। আন্দোলন থামাতে না পেরে এখন কৃষকদের (farmers) ভাবমূর্তি নষ্ট করাই আন্দোলনকারীদের হাতিয়ার। আন্দোলনকারী কৃষকদের ‘চিন-পাকিস্তানের দালাল’, ‘টুকরে-টুকরে গ্যাং’, ‘খালিস্তানি জঙ্গি’ বলেও আক্রমণ করেছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। তাঁদের লক্ষ্য, আন্দোলনকারীদের গায়ে দেশদ্রোহীর তকমা লাগিয়ে দিয়ে এই আন্দোলনকে দেশবিরোধী প্রমাণ করা। বিজেপির প্রাক্তন জোটসঙ্গী আকালি দল এবার বিজেপির এই বিভাজনের চক্রান্ত নিয়েই পাল্টা তোপ দাগল।

আরও পড়ুন- “ওরা নিরামিষভোজী, বাঙালি মাছ-ভাত খায় বলেই বিদ্বেষ?” বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ ব্রাত্যর

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version