Thursday, August 28, 2025

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু

Date:

দিল্লিযাত্রার আগেই বিধায়ক পদে ইস্তফা দেবেন শুভেন্দু অধিকারী৷

আর সেই পদত্যাগ পত্র বিধানসভার স্পিকার
যদি গ্রহণ করেন, তাহলে সেদিনই তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দু দশকেরও বেশি সম্পর্কের অবসান হবে৷
সূত্রের খবর, বিজেপি-তে যোগদানের আগে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করতে পারেন শুভেন্দু অধিকারী৷ তেমনই চেষ্টা চলছে বিজেপির তরফে৷ শুভেন্দুর দিল্লি যাওয়ার কথা আগামী শনিবার, তাই শনিবারের আগে যে কোনওদিনই ইস্তফা দিতে পারেন নন্দীগ্রামের বিধায়ক৷ আইন বলছে, পদত্যাগে ইচ্ছুক বিধায়ককে নিজের হাতে বিধানসভার স্পিকারের কাছে তাঁর ইস্তফাপত্র তুলে দিতে হবে৷ সেক্ষেত্রে সেদিন কলকাতায় এসে বিধানসভায় যেতে হবে শুভেন্দুকে৷ আর সেদিনই সম্ভবত ইদানিংকালে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শুভেন্দু অধিকারী ৷

জানা গিয়েছে, যেহেতু বিজেপিতে যোগ দেওয়ার আগেই শুভেন্দু সাক্ষাত করতে চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সে কারনে হয়তো শনিবারের আগে দিল্লি যেতে পারেন তিনি৷ ফলে, বৃহস্পতিবার তাঁর ইস্তফা দেওয়ার সম্ভাবনা প্রবল৷

এদিকে, শুভেন্দু-ঘনিষ্ঠ মহল বলছে, বিজেপিতে যোগ দেওয়ার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও শুভেন্দু অধিকারী চাইছেন নিজের জেলা পূর্ব মেদিনীপুরেই যোগদান পর্ব সারবেন৷ সেই সুযোগও তাঁর আছে৷

আগামী ১৯ ডিসেম্বর বঙ্গ- সফরে এসে অমিত শাহের পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা৷ সেইদিনই শাহের
উপস্থিতিতে শুভেন্দু বিজেপি-র পতাকা হাতে তুলে নিতে চাইছেন৷

প্রথমদিন থেকে তৃণমূলের সঙ্গী শুভেন্দু অধিকারী দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন পর্যায়ক্রমে৷ প্রথমে, গত ২৫ নভেম্বর শুভেন্দু ইস্তফা দেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে। ২০১১ সাল থেকে এই পদে ছিলেন শুভেন্দু। এর ঠিক দু’দিন পর ইস্তফা দেন মন্ত্রীপদ থেকে৷ প্রশাসনিক পদ থেকে সরলেও তিনি এখনও বিধায়ক পদ ছাড়েননি। মেয়াদ শেষ হওয়ার ৫ মাস আগে এবার সেই পদও ছাড়তে চলেছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক৷

আরও পড়ুন- বিভাজনের রাজনীতি করা বিজেপিই আসলে টুকরে টুকরে গ্যাং, তোপ আকালি নেতার

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version