Tuesday, August 26, 2025

জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল বললেন দিলীপ, তীব্র নিন্দা সৌগতর

Date:

ফের বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিতর্কিত মন্তব্য করলেন। বললেন, জেএমবি (JMB) জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

মঙ্গলবার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মালদহে (Maldah) ‘চায়ে-পে-চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির জেরে সারাদেশ জঙ্গিমুক্ত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে। কেন্দ্রকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গারা আসছে। তাদের আশ্রয় দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার চায়, জেএমবি জঙ্গিরা এখানে আসুক, উৎপাত করুক, ভয়ের পরিবেশ তৈরি করুক। তারা তৃণমূলকে জেতাবে।’

প্রসঙ্গত, কয়েকদিন আগে বীরভূমে (Birbhum) পাইকর এলাকা থেকে জেএমবি জঙ্গি সন্দেহে নাজিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। ধৃতের মোবাইলে মিলেছে প্রোটেকটিভ চ্যাট। সেই চ্যাট ডিকোড করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সন্দেহভাজন ওই জঙ্গির সঙ্গে কাদের যোগাযোগ ছিল, তা জানার চেষ্টা চলছে। এছাড়াও গোয়েন্দাদের হাতে এসেছে একটি অভিন্ন ম্যাপও।

দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Trinamool MP Sougata Roy)। তাঁর পাল্টা দাবি, ‘সীমান্ত রক্ষা করা ও কাঁটাতারের বেড়া দিয়ে কেন্দ্রীয় সরকারের কাজ। এক্ষেত্রে রাজ্যের কিছু করার নেই। বাংলাদেশি জঙ্গি ও রোহিঙ্গাদের কথা বলে সাম্প্রদায়িক বিভেদ ও আতঙ্কের পরিবেশ তৈরির করার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। ভোটের আগে আবহাওয়া বিষাক্ত করছেন তিনি।’

আরও পড়ুন-১০ বছর সুবিধা নিয়ে ভোটের আগে বোঝাপড়া! কড়া বার্তা মমতার

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version